ছেলের আত্মহত্যার ভুয়ো খবর সম্প্রচার, চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শেখর সুমন

শেখর সুমন ও অধ্যয়ন সুমন
শেখর সুমন ও অধ্যয়ন সুমনফাইল ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ভুয়ো খবর, ফেক নিউজের কথা বারেবারেই আলোচনায় আসে। কিন্তু যেভাবে এক বলিউড অভিনেতার ছেলের আত্মহত্যার ভুয়ো খবর সম্প্রচার করলো দেশের প্রথম সারির এক সংবাদমাধ্যম তা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ওই সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলিউড অভিনেতা শেখর সুমন। গতকাল এক সংবাদমাধ্যমে শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের আত্মহত্যার খবর সম্প্রচার করা হয়। যদিও এই খবর ছিলো সম্পূর্ণ ভুয়ো। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন শেখর সুমন।

গতকাল নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে সম্প্রচারিত ওই সংবাদের এক ভিডিও পোস্ট করে শেখর সুমন লেখেন – ‘আমরা আতঙ্কিত এবং এখনও পর্যন্ত ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি। আমি সকলকে অনুরোধ করছি জি নিউজের এই অমার্জনীয় অপরাধের বিরুদ্ধে সকলে একটি করে ট্যুইট করুন এবং এই চ্যানেলকে বাতিল করা হোক যাতে ভবিষ্যতে আর কারোর সাথে এরকম না হয়। আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

এই ঘটনার পর সোমবার রাতে এক ট্যুইট বার্তায় শেখর সুমন বলেন – ‘এটা খুবই দুঃখজনক যে গতকাল আমার ছেলে অধ্যয়ন সুমনের আত্মহত্যা সংক্রান্ত ভুয়ো খবর সম্প্রচার করার পরেও এখনও পর্যন্ত জি নিউজের পক্ষ থেকে কেউ এই ঘটনার ব্যাখ্যা দেয়নি এবং ক্ষমা চায়নি।’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in