প্যালেস্তাইনের শিশুরাও শান্তি-স্বাধীনতার দাবিদার, এদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব - অনুপর্ণা রয়

People's Reporter: পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, "ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি হয়তো এই মন্তব্য করে আমার দেশকে বিরক্ত করতে পারি কিন্তু সেটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়।"
অনুপর্ণা রায়
অনুপর্ণা রায়ছবি - সংগৃহীত
Published on

ইতালির ভেনিসে বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ আসর 'ভেনিস চলচ্চিত্র উৎসব'-এর ৮২তম সংস্করণে বাজিমাত করলেন বাংলার মেয়ে অনুপর্ণা রায়। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি “Songs of Forgotten Trees” (সংগস অফ ফরগটেন ট্রিজ়)-এর জন্য ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার হাতে তুলেছেন বঙ্গকন্যা। এই প্রথম কোনও ভারতীয় পরিচালক ভেনিস উৎসবের এই বিভাগে সেরা পরিচালকের স্বীকৃতি পেলেন।

২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা উৎসবে জমা পড়েছিল মোট ৪,৫৮০টি ছবি। এর মধ্যে থেকে মাত্র ২১টি ছবিকে নির্বাচিত করা হয় মূল প্রতিযোগিতার জন্য। সেই কড়া প্রতিযোগিতার মধ্যেই অনুপর্ণার ছবিকে বেছে নিলেন বিচারক মণ্ডলী। পুরস্কার গ্রহণের সময় সাদা শাড়িতে উঠে দাঁড়ালেন অনুপর্ণা, এ যেন ভারতীয় ঐতিহ্যের অনন্য উপস্থাপনা।

এদিন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণের সময়ে অনুপর্ণা বলেন, “এটা স্বপ্নের মতো এক মুহূর্ত। প্রযোজক অনুরাগ কাশ্যপকে ধন্যবাদ জানাই, যিনি প্রচলিত ধারায় না ফিট হওয়া সত্ত্বেও এই সিনেমায় আস্থা রেখেছেন। এই জয় আমি উৎসর্গ করছি সমস্ত নীরব লড়াকু নারীদের, যাঁদের গল্প আমরা শুনি না, কিন্তু যাঁরা সমাজের আসল শক্তি।”

পুরস্কার গ্রহণের সময় গাজাতে চলমান হামলারও নিন্দা জানান তিনি। তিনি বলেন, "প্রতিটি শিশু শান্তি, স্বাধীনতা এবং মুক্তি ডিজার্ভ করে এবং ফিলিস্তিনের শিশুরাও এর ব্যতিক্রম নয়। ফিলিস্তিনের জন্য এক মুহূর্ত চিন্তা করা, এর পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি হয়তো এই মন্তব্য করে আমার দেশকে বিরক্ত করতে পারি কিন্তু সেটা আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়।"

কে এই অনুপর্ণা রায়?

পুরুলিয়ার প্রত্যন্ত নারায়ণপুর গ্রামের মেয়ে অনুপর্ণা। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ ইংরেজি সাহিত্যে স্নাতক হওয়ার পর দিল্লি ও মুম্বইয়ের কর্পোরেট দুনিয়ায় কাজ করতেন তিনি। তবে অভিনয় ও সিনেমার প্রতি টান তাঁকে টেনে আনে অনুপম খের-এর অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে তিনি ডিপ্লোমা করেন।

২০২৩ সালে 'Run to the River' নামের একটি শর্টফিল্মে সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তাঁর। তারপর নিজের হাতে তৈরি করলেন প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি 'Songs of Forgotten Trees', যার প্রযোজনা করেছেন অনুরাগ কাশ্যপ। প্রথম ছবিতেই আন্তর্জাতিক আসরে সেরা পরিচালকের স্বীকৃতি, এ যেন স্বপ্নকে ছুঁয়ে দেখার মুহূর্ত। অনুপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা।

সিনেমাটি কিছু নারীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। যেখানে তাঁদের জীবনের একাকিত্ব এবং সংগ্রাম দেখানো হয়েছে। সমালোচকদের মতে, ছবিটি শুধুই ব্যক্তিগত জীবনের কাহিনি নয়, বরং প্রান্তিক নারীদের অনুচ্চারিত বিপ্লবের কাব্য। ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ, সুমি বাঘেলের মতো শিল্পীরা।

অনুপর্ণার এই জয় শুধু বাংলার জন্য নয়, গোটা ভারতের জন্যই ঐতিহাসিক জয়। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। এদিন মঞ্চ থেকে অনুরাগ কাশ্যপ-সহ ছবির কলাকুশলীদের ধন্যবাদ জানান অনুপর্ণা।

ভেনিস উৎসবের শেষ দিনে যখন ঘোষণা হল ভারতের নাম, তখনই যেন বিশ্বমঞ্চে প্রতিধ্বনিত হলো পুরুলিয়ার কন্যার জয়গান।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in