দিলীপ ঘোষের 'রগড়ে দেব' মন্তব্য - সপাটে জবাব বিজেপি শিবিরের অভিনেত্রী রূপাঞ্জনার

বিজেপি সদস্য তথা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে জবাব দেন বিজেপি সভাপতিকে। ফেসবুকে তিনি লেখেন, 'আজ শিল্পী হয়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছে।... রগড়ে দেওয়া হবে আমাদের পরিশ্রম'
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও বিজেপি সভাপতি দিলীপ ঘোষফাইল ছবি সংগৃহীত

মন্তব্য করে বিতর্ক তৈরি করে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ধমকি-হুমকি ছাড়াও মহিলা-পুরুষ নির্বিশেষে নানা বিতর্কিত মন্তব্য তিনি করেছেন, ভর্ৎসিতও হয়েছেন। এবার দলেরই এক সদস্য তথা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে জবাব দিলেন বিজেপি সভাপতিকে। ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, 'আজ শিল্পী হয়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। রং মাখি বলে আমাদের এভাবে অপমান করা হবে? রগড়ে দেওয়া হবে আমাদের পরিশ্রম। আমাদের নিজেদের কাজের প্রতি সততা নিষ্ঠাকে অসম্মান করা হবে?'

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি। একটি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী মোনালিসা। তার উত্তরে দিলীপ বলেন, 'ন্যাকামি করবেন না।' সেই ঘটনারও নিন্দা করেন অনেকে।

এবার যে শিল্পীরা রাজনীতিতে যোগদান করছেন, তাঁদেরও কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ। শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি শিবিরে থাকা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

রূপাঞ্জনা বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েক বছর। কিন্তু দলের কারও ভুলভ্রান্তি দেখলে তিনি জবাব দেন। কয়েকদিন আগে গঙ্গাবক্ষে দোল উৎসব পালনের অনুষ্ঠানে মদন মিত্রর সঙ্গে পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীদের পা মেলাতে দেখা যায়। ফেসবুকে সেই ঘটনার তীব্র আপত্তি জানান রূপাঞ্জনা।

রূপাঞ্জনা মিত্রের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পীদের প্রসঙ্গে দিলীপ বলেন, 'শিল্পীদের বলছি আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতিটা আমাদের করতে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।' এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে, শিল্পীমহলেও শোরগোল হয়েছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও এর বিরুদ্ধে মুখ খুলেছেন।

তিনি আরও লেখেন, 'না ন্যাকামি করছি না। আমার বিজেপি কর্মী শিল্পীদেরও বলছি কাপুরুষ হবেন না। যথেষ্ট হয়েছে! আমি এই ধরনের অপমানজনক ব্যবহার সমর্থন করি না।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in