Suhani Bhatnagar: মাত্র ১৯ বছরেই প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর

People's Reporter: জানা গেছে, বেশ কিছুদিন আগে পা ভেঙ্গে যায় সুহানির। দিল্লি এএমস-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা শুরু করা হয় তাঁর।
সুহানি ভাটনাগর
সুহানি ভাটনাগরছবি সংগৃহীত
Published on

প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর। ১৯ বছর বয়সেই মৃত্যু হল আমিরের পর্দার মেয়ে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দঙ্গল ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে। শনিবার ফরিদাবাদেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে পা ভেঙ্গে যায় সুহানির। দিল্লি এইএমস-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা শুরু করা হয় তাঁর। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই মৃত্যু হয়েছে এই তরুণী অভিনেত্রীর বলে জানা যায়।

আমির খানের ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সুহানির। এই ছবিটির চিত্র পরিচালক ছিলেন নীতিশ তিওয়ারি। এবং প্রযোজনা করেছিলেন আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। আমির খানের প্রযোজনা সংস্থায় ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। ছবিটি ভারতীয় দুই কুস্তিগীরের জীবন কাহিনীর উপরে নির্মাণ করা হয়েছে। দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ছবিটি।

যদিও ‘দঙ্গল’ ছবির পর আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি সুহানিকে। জানা গিয়েছিল, নিজের পড়াশোনার কারণে সিনেমার জগত থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

সুহানি ভাটনাগর
Anjana Bhowmick: প্রয়াত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in