
হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি সংলগ্ন ৪০০ একর জমির পুনর্গঠনের দাবিতে আন্দোলন চালাচ্ছে পড়ুয়ারা। এবার সেই পড়ুয়াদের সমর্থন করলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। স্থায়ী ভবিষ্যতের আহ্বান জানিয়ে তিনি গাছিবোলিতে বন বাঁচানোর কথা বলেছেন।
নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে দিয়া মির্জা লেখেন, “শিক্ষার্থীরা এমন ভবিষ্যতের জন্য আওয়াজ তুলছে যেখানে প্রকৃতির উন্নতি হয়। বন, আইটি পার্ক নয়, তরুণদের একটি স্থায়ী আগামীর সুযোগ দেয়। জীববৈচিত্র্যের মূল্যে 'উন্নয়ন' হল ধ্বংস। হায়দ্রাবাদের গাচিবোলিতে কাঞ্চা বন বাঁচান”।
গাছিবোলিতের ওই জমিতে তেলেঙ্গানা সরকার আইটি পার্ক বানানোর পরিকল্পনা করেছে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, এই পরিকল্পনা বোনের উদ্ভিদ এবং প্রাণীদের জন্য ক্ষতিকারক। এমনকি জমি নিলামের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পড়ুয়ারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার জমি সমতলে জন্য বুলডোজার এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন