
আট ঘন্টার শিফটে কাজ করা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন দীপিকা পাডুকোন। নানা রকম কাটাছেঁড়া চলছে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে। আর এই সবকিছুর মধ্যে মঙ্গলবার বাবা প্রকাশ পাডুকোনের ৭০ তম জন্মদিনে নতুন ব্যাডমিন্টন স্কুলের উদ্বোধন করলেন অভিনেত্রী। স্কুলের নাম রেখেছেন - 'পাডুকোন স্কুল অফ ব্যাডমিন্টন'।
লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় আসার আগে শাটল-কক দিয়েই কেরিয়ার শুরু করেন দীপিকা। ব্যাডমিন্টনে অসম্ভব প্রতিভা ছিল তাঁর। আর হওয়াটাও স্বাভাবিক। যাঁর বাবা একজন কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন তারকা এবং পরিবারের সকলেই কোনও না কোনও ভাবে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত, তাঁর প্রতিভা থাকাটা স্বাভাবিকই। যদিও বর্তমানে তিনি বলিউডের সবথেকে 'দামী' অভিনেত্রী। তবে তাঁর বাবার জন্মদিনে এধরণের উপহার দেওয়াটা আকস্মিক নয়।
মঙ্গলবার বাবার ৭০ তম জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন দীপিকা। ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে অভিনেত্রী লিখেছেন, "যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকী আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। এবং নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্য সচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে চাই"।
সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকার আবেগঘন বার্তা, "বাবা, যাঁরা তোমাকে ভালো করে চেনেন, তাঁরা জানেন এই খেলা নিয়ে তোমার আবেগ কীরকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সকলের জন্য। শুভ জন্মদিন"।
অভিনেত্রীর শেয়ার করা বিবৃতিতে জানানো হয়েছে, এই বছর দেশে মোট ৭৫টি সেন্টার খুলবে পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টন। আর ২০২৭ সালের মধ্যে আড়াইশোটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার ঘোষণা করেছেন দীপিকা। যদিও বেঙ্গালুরু, মুম্বই, চেন্নাই, জয়পুর, পুনে, নাসিক, মাইসুরু, পানিপথ, দেরাদুন, উদয়পুর, কোয়েম্বাটোর, সাংলি এবং সুরাট-সহ ভারতের ১৮টি শহরে ৭৫টিরও বেশি ব্যাডমিন্টন স্কুল রয়েছে প্রকাশ পাড়ুকোনের উদ্যোগে।
দীপিকা পাড়ুকোন পাড়ুকোন স্কুল অফ ব্যাডমিন্টনের প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করলেও, তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন এর পরামর্শদাতা এবং উপদেষ্টা হিসেবে থাকবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন