

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩। দীপা দেবীর মৃত্যুর খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পৌলমী বসু।
দীপা চট্টোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। কয়েকদিন আগে কিডনির সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার রাত তিনটে নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মেয়ের কথায়, বাবা অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর থেকেই বাঁচার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন দীপা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৬০ সালের এপ্রিল মাসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে বিয়ে হয় দীপা দেবীর। 'বিলম্বিতলয়', 'গাছ ও দুর্গা'-র মতো বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন