

সিপিআইএম, ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের আগে গানে মজলো নেট দুনিয়া। কিশোরী শিল্পী আরাত্রিকা সিনহার গান ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সিপিআই(এম) ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে সম্মেলন উপলক্ষ্যে এই গানের প্রচার এখনও না করা হলেও ইতিমধ্যেই সদ্য প্রকাশিত এই গানের ভিডিও শেয়ার করেছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ একাধিক বাম নেতৃত্ব এবং সমর্থকরা।
সিপিআই(এম) রাজ্য সম্মেলনকে উপলক্ষ্য করে শনিবার সন্ধ্যেয় প্রকাশিত এই ভিডিওতে তিন বহু চর্চিত গণসঙ্গীত আছে। যার মধ্যে আছে ‘সেদিন আর কত দূরে’, ‘আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই’ এবং ‘এসো হে বন্ধু গানে গানে বলা যাক না’। কোনোরকম যন্ত্রানুসঙ্গ ছাড়াই শুধুমাত্র এক উকুলেলে সঙ্গী করে কিশোরী আরাত্রিকার গান সকলের মন ছুঁয়ে গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন