CPIM: সিপিআইএম রাজ্য সম্মেলনের আগে আরাত্রিকার গণসঙ্গীতে মজলো নেট দুনিয়া

সিপিআই(এম) ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে সম্মেলন উপলক্ষ্যে এই গানের প্রচার এখনও না করা হলেও ইতিমধ্যেই সদ্য প্রকাশিত এই গানের ভিডিও শেয়ার করেছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
শিল্পী আরাত্রিকা সিনহা
শিল্পী আরাত্রিকা সিনহাছবি ভিডিও থেকে স্ক্রীনশট

সিপিআইএম, ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের আগে গানে মজলো নেট দুনিয়া। কিশোরী শিল্পী আরাত্রিকা সিনহার গান ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটিজেনদের। সিপিআই(এম) ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে সম্মেলন উপলক্ষ্যে এই গানের প্রচার এখনও না করা হলেও ইতিমধ্যেই সদ্য প্রকাশিত এই গানের ভিডিও শেয়ার করেছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ একাধিক বাম নেতৃত্ব এবং সমর্থকরা।

সিপিআই(এম) রাজ্য সম্মেলনকে উপলক্ষ্য করে শনিবার সন্ধ্যেয় প্রকাশিত এই ভিডিওতে তিন বহু চর্চিত গণসঙ্গীত আছে। যার মধ্যে আছে ‘সেদিন আর কত দূরে’, ‘আমরা এই দুনিয়ায় জীবনের গান শোনাই’ এবং ‘এসো হে বন্ধু গানে গানে বলা যাক না’। কোনোরকম যন্ত্রানুসঙ্গ ছাড়াই শুধুমাত্র এক উকুলেলে সঙ্গী করে কিশোরী আরাত্রিকার গান সকলের মন ছুঁয়ে গেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in