Ustad Rashid Khan: অবস্থা অতি সংকটজনক, উস্তাদ রাশিদ খানকে ভর্তি করা হল আইসিউতে

People's Reporter: বছর শুরুতে আবারও অবস্থার অবনতি ঘটে গায়কের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’
উস্তাদ রাশিদ খান
উস্তাদ রাশিদ খান

আরও সঙ্কটজনক হল সঙ্গীত শিল্পী রাশিদ খানের শারীরিক অবস্থা। মঙ্গলবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে তড়িঘড়ি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে শিল্পীকে।  

অনেক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গীত শিল্পী রাশিদ খান। বছরের শেষে তাঁর শারীরিক অবস্থার খানিক উন্নতি ঘটেছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন উস্তাদ। এর মধ্যে তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। জানা গিয়েছিল, স্ট্রোকের ফলে তাঁর বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল।

বছর শুরুতে আবারও অবস্থার অবনতি ঘটে গায়কের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’

উল্লেখ্য, মাসখানেক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ রাশিদ খান। জানা গিয়েছিল, বিগত কয়েক বছর ধরে তিনি প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার ফলে খানিক সুস্থ হয়েছিলেন শিল্পী। পরবর্তীকালে তাঁর ব্রেন স্ট্রোক হয়। তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে বলে জানা গেছে। সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন শিল্পী। যে হেতু চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন, সেই সঙ্কটও তিনি কাটিয়ে উঠতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই মনে করছিলেন অনেকে। কিন্তু সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in