
এবার কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে সোনু নিগম। বেঙ্গালুরুতে গানের অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভে জড়ান গায়ক। জানা গেছে, এক শ্রোতা তাঁকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ জানালে পহেলগাঁওর ঘটনার সঙ্গে ওই যুবকের আচরণের তুলনা করে। গায়কের দাবি, খুব অভদ্র ভাবে অনুরোধ জানাচ্ছিলেন যে তিনি বিরক্ত হন। এই ঘটনায় ক্ষুব্ধ কন্নড় সম্প্রদায়। সন্ত্রাসের সঙ্গে তুলনা টানার জন্য গায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে।
ঘটনার সূত্রপাত ২৫ এপ্রিল বেঙ্গালুরুতে। ওইদিন ভার্গো নগরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সোনু নিগমের একটা অনুষ্ঠান ছিল। গায়কের অভিযোগ, কন্নড়ভাষী এক যুবক অত্যন্ত উদ্ধত ভাবে তাঁকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। প্রথমে এই ঘটনাটি হাসিমুখে সামলানোর চেষ্টা করলেও যুবকটি কোনও ভাবে কথা শুনছিল না। সেই সময় বিরক্ত হয়ে যান সোনু।
একটা সময় পর সোনু বলে ওঠেন, “পহেলগাঁও-তেও একই ভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এ ভাবে বলছেন একবার তো খেয়াল করুন!” সোনুর এই বক্তব্যের তীব্র ভাষায় প্রতিবাদ করেছে কন্নড় সম্প্রদায়। এই ঘটনার জেরে ‘কর্নাটক রক্ষা বেদিকে’ নামের একটি কন্নড়পন্থী সংগঠন শুক্রবার গায়কের বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা ইউনিট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ, গায়কের বক্তব্যে ব্যপক ভাবে আঘাত পেয়েছে কন্নড় ভাষাভাষীরা। এর জেরে কর্ণাটকের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উস্কে দিতে পারে। আর সোনুর এই বক্তব্যের বিরোধীতা শুধু কন্নড় সম্প্রদায়ের মধ্যেই নয় সারা দেশের মধ্যে ছড়িয়েছে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি গায়কের অনুরাগীরাই এই মন্তব্যের বিরোধীতা করে প্রশ্ন তুলেছে, পহেলগাঁওয়ের মতো একটা নারকীয় ঘটনার সঙ্গে গান গাওয়ার অনুরোধের তুলনা কী করে করলেন!
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন