পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআরের দাবি সিনে ওয়ার্কার্স ইউনিয়নের
পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআরের দাবি সিনে ওয়ার্কার্স ইউনিয়নেরছবি সংগৃহীত

পুনম পান্ডের বিরুদ্ধে FIR দায়েরের দাবি মহারাষ্ট্রের বিধায়ক এবং সিনে ওয়ার্কার্স ইউনিয়নের

People's Reporter: AICWA বিবৃতিতে লিখেছে, ব্যক্তিগত লাভের (পিআর) জন্য কেউ যাতে নিজের মৃত্যুর খবর প্রচার না করে, এমন ঘটনা আটকাতে পুনম পান্ডে এবং তাঁর ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত।
Published on

নিজের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়েছিলেন মডেল তথা বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে। শনিবার নিজেই ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। এই খবর প্রকাশ্যে আসতেই নেট দুনিয়াতে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই পুনমের এই কাজে ক্ষোভ প্রকাশ করেছেন। এই আবহে পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিতে বিবৃতি প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। একই দাবিতে মুম্বই পুলিশের কাছে আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। 

AICWA শনিবার এক্স হ্যান্ডেলে পুনমের এই কাজটিকে "অত্যন্ত ভুল" বলে বর্ণনা করেছে। বিবৃতিতে লেখা হয়েছে, “মডেল অভিনেত্রী পুনম পান্ডের জাল পিআর স্টান্ট অত্যন্ত ভুল। প্রচারের জন্য সার্ভাইক্যাল ক্যান্সারের নাম নিয়ে নিজের মৃত্যুর খবর ছড়িয়েছিলেন। এই খবরের পর, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও মৃত্যুর খবর সাধারণ মানুষ বিশ্বাস করতে দ্বিধাবোধ করতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ পিআরের জন্য এমন কাজ করতে পারেন না।“

বিবৃতিতে আরও লেখা হয়েছে, “পুনম পান্ডের ম্যানেজার মিথ্যা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ব্যক্তিগত লাভের (পিআর) জন্য কেউ যাতে নিজের মৃত্যুর খবর প্রচার না করে, এমন ঘটনা আটকাতে পুনম পান্ডে এবং তাঁর ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত। সমগ্র দেশবাসী সহ সমগ্র ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছিল।”

শুক্রবার পুনমের আকস্মিক মৃত্যুর খবর জানিয়ে তাঁর ইন্সটাগ্রামে যে পোস্টটি করা হয়েছিল সেখানে লেখা ছিল, "অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের প্রিয় পুনম প্রয়াত হয়েছেন।"

এক দিন পর, শনিবার পুনম একটি ভিডিয়োর মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। এই গোটা ঘটনা আসলে সার্ভাইক্যাল ক্যান্সার অর্থাৎ জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র।

এই নিয়ে সত্যজিৎ তাম্বে মুম্বই পুলিশের কাছে বলেন, "জরায়ু-মুখের ক্যানসার সমন্ধে সচেতনতা তৈরির বদলে পুনম মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। উনি অন্যায় করেছেন। ওঁর অনুগামীরা এ বার নিজেদের প্রচারের জন্যও ওই পথ খুব সহজেই বেছে নিতে পারেন।"

পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআরের দাবি সিনে ওয়ার্কার্স ইউনিয়নের
Jharkhand: ঝাড়খণ্ডেও 'রিসর্ট পলিটিক্স' আতঙ্ক! সোমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে চাপে চম্পাই সোরেন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in