

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। এবার ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে নতুন দুনিয়ায়। বিনোদন জগতে অভিষেক হতে চলেছে মাহির। পৌরাণিক ওয়েব সিরিজ 'অথর্ব'-এর নাম ভূমিকায় থাকছেন 'ক্যাপ্টেন কুল'।
বুধবার নিজের ফেসবুক পেজে একটি প্রোমো তুলে ধরেছেন ধোনি। যেখানে তিনি বলেছেন, "নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের 'ফার্স্ট লুক'। এটি সবার সামনে তুলে ধরতে পেরে আমি খুশি।" যে সংক্ষিপ্ত ভিডিওটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এক যোদ্ধার ভূমিকায় দৈত্য-দানবের সঙ্গে যুদ্ধ করছেন মাহি। ধোনির এই প্রোমো ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। রীতিমত প্রশংসাও কুড়িয়ে চলেছেন তিনি।
রমেশ তামিলমানির রচনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ অথর্ব। যার দায়িত্বে থাকছে 'ধোনি এন্টারটেনমেন্ট'। ওয়েব সিরিজটির প্রধান পরিচালক ধোনি এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সাক্ষী। ধোনি পত্নীই নাকি এই ওয়েব সিরিজ বানানোর মূল কারিগর।
এর আগে ধোনি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ডকুমেন্টারি সিরিজ় 'রোর অফ দ্য লায়ন' তৈরি করা হয়েছিলো। যা প্রকাশ করা হয়েছিলো ডিজনি হটস্টারে। এবার 'অথর্ব' তৈরি করছে তারা। যার নাম ভূমিকায় ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন