বাইজু-র দুর্নীতির পর্দাফাঁস! OTT প্ল্যাটফর্মে আসছে ‘দ্য বাইজু স্ক্যাম’ - ইঙ্গিত চিত্র পরিচালকের

সোশ্যাল মিডিয়ায় চিত্রপরিচালকের এই ভাবনাকে অনেকেই সমর্থন জানিয়েছেন। একজন লেখেন, এটাই আপনার পরবর্তী প্রোজেক্ট করুন। আপনার অন্যান্য ওয়েব সিরিজের মতো এটিও সুপারহিট হবে।
বাইজু-র দুর্নীতির পর্দাফাঁস! OTT প্ল্যাটফর্মে আসছে ‘দ্য বাইজু স্ক্যাম’ - ইঙ্গিত চিত্র পরিচালকের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘স্ক্যাম এস ৪ - দ্য বাইজু স্ক্যাম’। এমনটাই জানালেন চিত্র পরিচালক হানশাল মেহতা। যা নিয়ে বেশ বেকয়াদায় পড়েছে এডুটেক বাইজু

বাইজুর সাথে হানশাল মেহতার তিক্ততার সম্পর্ক কমবেশী সকলেরই জানা। দু'বছর আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, 'বাইজু পুরোটাই জালিয়াতি। এটা স্ক্যাম ৪-র জন্য একটি উপাদান'। বুধবার দু'বছর আগের করা ট্যুইট প্রকাশ্যে এনে ওয়েব সিরিজের নামও ঠিক করে ফেললেন। নতুন সিরিজের নাম দেন 'স্ক্যাম এস ৪ - দ্য বাইজু স্ক্যাম'।

বাইজুর বিরুদ্ধে দুর্নীতির বা জালিয়াতির অভিযোগ করার কারণও জানিয়েছেন হানশাল মেহতা। তিনি লেখেন, 'করোনার সময় বাইজুর কিছু সদস্য আমার বাড়িতে এসেছিল। সেই সময় তাঁরা আমার মেয়েকে বোঝায় যে সে পড়াশোনায় দুর্বল। কিন্তু ওই সময় আমার মেয়ের কোনো কোর্সের দরকারই ছিল না। আমি বিষয়টা বেশ কিছুক্ষণ দেখার পর তাঁদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম'।

সোশ্যাল মিডিয়ায় চিত্রপরিচালকের এই ভাবনাকে অনেকেই সমর্থন জানিয়েছেন। একজন লেখেন, এটাই আপনার পরবর্তী প্রোজেক্ট করুন। আপনার অন্যান্য ওয়েব সিরিজের মতো এটিও সুপারহিট হবে। আবার কেউ লিখেছেন, সিরিজের জন্য অপেক্ষায় রইলাম।

উল্লেখ্য, হানশাল মেহতার জনপ্রিয় কাজগুলির মধ্যে 'স্ক্যাম ১৯৯২' এবং 'স্কুপ' অন্যতম। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালও বাইজুকে নিয়ে সিরিজ করায় সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, একদম ঠিক, এটা মেহতার করা উচিত।

প্রসঙ্গত, মহামারী করোনাকালে অনলাইন পড়াশোনার ধারা চালু হওয়ার পর থেকেই এই কোম্পানির (Byju's) উত্থান হয়েছিল অবিশ্বাস্য হারে। কিন্তু, করোনা পরবর্তী সময়ে সংস্থাটির গ্রাফ নিম্নগামী হতে থাকে। যার অন্যতম কারণ - হিসাবের বাইরে গিয়ে কোম্পানির অর্থ খরচ করা। এবার যদি এই ধরণের ওয়েব সিরিজ তৈরি হয়, তা খুব একটা সুখের খবর নয় কোম্পানির জন্য।

যদিও বাইজুর এক আধিকারিক জানান, এই সিরিজের জন্য কোম্পানির কোনো ক্ষতি হবে না। এটা ঠিক যে সময়টা ভালো যাচ্ছে না। তবে খুব শীঘ্রই আমরা নতুন করে ফিরে আসবো। আর যাইহোক কোম্পানি উঠে যাবে না।

বাইজু-র দুর্নীতির পর্দাফাঁস! OTT প্ল্যাটফর্মে আসছে ‘দ্য বাইজু স্ক্যাম’ - ইঙ্গিত চিত্র পরিচালকের
‘ভালোবাসার ভাষা পাল্টে গেছে…’, আক্ষেপ কাজলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in