বলিউড এখন কর্পোরেট হয়ে গেছে, ধর্ম বিশেষে ভাগাভাগি ঢুকে পড়েছে - অসন্তোষ তনুজার

১৯৫০ সালের বলিউড ছবি ‘হামারি বেটি’-তে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ অনুজার। এই বলিউড ছবির পরিচালনা করেছিলেন তাঁর মা স্বয়ং।
মডার্ন লাভ মুম্বাই -এর সেটে অভিনেত্রী
মডার্ন লাভ মুম্বাই -এর সেটে অভিনেত্রীছবি সংগৃহীত

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ হলেন তনুজা। তনুজা একজন ফিল্ম-পরিবারের মানুষ। বাবা কুমারসেন সামার্থ ও মা শোভনা সামার্থ ছিলেন তৎকালীন ফিল্মের ইন্ডাস্ট্রির সাথে অন্তরঙ্গ। একনাগাড়ে অনেক কাজ করতেন তাঁরা। শুধু অভিনয় নয়, ফিল্ম পরিচালনা, চিত্রনাট্য লেখা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকতেন তনুজার পরিবার। বলিউডও ছিল তাঁদের কাছে একটি পরিবারসম। তবে সেই বৃহত্তর পরিবারের আজকের চেহারা পুরোটাই উল্টো। আজকের বলিউড সম্পূর্ণরূপে কর্পোরেট হয়ে গেছে। ছয় দশকের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তনুজা। মেয়ে কাজলও একজন সফল অভিনেত্রী।

তনুজার সাম্প্রতিক ছবি, ‘মডার্ন লাভ মুম্বাই’। এই ওয়েব সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও-তে। বলিউডের সাম্প্রতিক ছবির কথা আলচনাপ্রসঙ্গে এক সংবাদ সংস্থাকে ইন্টারভিউতে তনুজা বলেন, ‘‘বলিউড আর আগের মতো নেই। ইন্ডাস্ট্রি এখন কর্পোরেট হয়ে গেছে। কর্পোরেট হয়ে গেলে যেকোনো ইন্ডাস্ট্রিতে ভাগাভাগি হয়। বলিউডে এখন ধর্ম বিশেষে ভাগাভাগি ঢুকে পড়েছে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫০ সালের বলিউড ছবি ‘হামারি বেটি’-তে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ অনুজার। এই বলিউড ছবির পরিচালনা করেছিলেন তাঁর মা স্বয়ং। এই ছবিতে মা শোভনা সামার্থ সাথে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে ৭ বছরের তনুজার। এরপর প্রায় শতাধিক ভারতীয় ছবির সাথে যুক্ত থেকেছেন তিনি। বাংলা, মারাঠি, হিন্দি, তামিলসহ অন্যান্য ভারতীয় ভাষার ছবিতে অভিনয় করলেও বলিউড ছবির সাথে তাঁর সম্পর্ক আত্মিক। সেই আত্মীয়তা এখন অতীত। এখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, পুরনো দিনের কথা স্মৃতিচারণ করে অভিনেত্রী আরও বলেছেন, আগে কেউ অসুস্থ হলে বা বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ত গোটা ইন্ডাস্ট্রি, সে দারোয়ান হোক বা লাইটম্যান। একসাথে আমরা বিপদে পরা মানুষের পাশে দাঁড়াতাম। কারণ সেও সিনেমার লোক, আর আমরাও তাই। সবই বদলেছে, এই বদলও তো আসতই। কিন্তু কিছু বিষয়গুলো না পাল্টালে ভালো হত। আমাদের সময়ে ফিল্মওয়ালা শুধু ফিল্মওয়ালা ছিল... হিন্দু, মুসলিম, শিখ নয়, শুধু ফিল্মওয়ালা। মানুষের প্রতি সহমর্মিতা বজায় রাখা মানুষ হিসাবে আমাদের কর্তব্য।

মডার্ন লাভ মুম্বাই -এর সেটে অভিনেত্রী
আবার বলিউডে সত্যজিৎ, এবারে তারিণী খুড়োর ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in