Manoj Bajpayee: আসন্ন লোকসভা নির্বাচন প্রার্থী হচ্ছেন মনোজ বাজপেয়ী! শুরু জল্পনা, কী বললেন অভিনেতা?

People's Reporter: বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, মনোজ বাজপেয়ী ২০২৪ –এর লোকসভা নির্বাচনে বিহারের পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন।
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ীছবি সংগৃহীত

আসন্ন লোকসভা নির্বাচন প্রার্থী হচ্ছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী? বিগত কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনোদন এবং জাতীয় রাজনীতির অন্দরে। তবে অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। নিজেই এই জল্পনা নিয়ে মুখ খুললেন ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর  অভিনেতা।

বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল, মনোজ বাজপেয়ী ২০২৪ –এর লোকসভা নির্বাচনে বিহারের পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন। বিহারেই অভিনেতার জন্ম। তাই সেখান থেকেই নির্বাচনে লড়তে চলেছেন তিনি।

এরপরই নানারকম জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। কোন দলের হয়ে লড়বেন তিনি, তা নিয়ে উত্তেজনা দেখা গিয়েছিল তাঁর অনুরাগীদের মধ্যে। শুক্রবার সকালে অভিনেতা নিজেই এই জল্পনার জবাব দিলেন। দাঁড়াবেন কিনা না, তা নিয়ে কোনো মন্তব্য না করে এদিন মনোজ ওই সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে নিজের এক্স হ্যান্ডেলে জানান, “আচ্ছা বলুন তো, এই কথা আপনাদের কে বলল? কিংবা আপনারা কি এই নিয়ে কাল রাতে স্বপ্ন দেখছিলেন? বলুন, বলুন।“

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছিল 'সিরফ এক বান্দা কাফি হ্যায়'। ছবিটিতে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। পেয়েছেন পুরস্কারও। এছাড়াও আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে মনোজের নতুন ছবি ‘কিলার সুপ’। ছবিটিতে মনোজের সঙ্গে দেখা যাবে কঙ্কনা সেনশর্মাকে।

'কিলার স্যুপ' ছাড়াও, মনোজ 'দ্য ফ্যামিলি ম্যান ৩'-এ শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় আবারও ফিরতে চলেছে। এর আগে, লালনটপের সাথে একটি সাক্ষাত্কারে মনোজ জানিয়েছিলেন, তারা ফেব্রুয়ারির শেষের দিকে এই ছবির শ্যুটিং শুরু করবেন এবং এটি বেশিরভাগই উত্তর-পূর্বে ভারতে শ্যুট করা হবে। তৃতীয় পর্বটি আগের দুটি সিজনের চেয়ে বড় হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

মনোজ বাজপেয়ী
I-N-D-I-A: বিহারে ১৬টি করে আসনে লড়াইয়ের সিদ্ধান্ত আরজেডি-জেডিইউ-র, বাকি আসনে কংগ্রেস-বাম
মনোজ বাজপেয়ী
Gaza: গাজার গণহত্যায় মদত আমেরিকার! প্রতিবাদে 'ম্যাগসেসে' পুরস্কার ফেরালেন সমাজ কর্মী সন্দীপ পান্ডে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in