ব্যক্তিগত বিষয়: ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাংকের বাংলো নিলামের নির্দেশিকা প্রত্যাহার প্রসঙ্গে সানি দেওল

মঙ্গলবার এই বিষয়ে ‘গদর’, ‘বর্ডার’ খ্যাত অভিনেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাফ জানান, “এটা আমার ব্যক্তিগত ব্যাপার।”
বিজেপি সাংসদ সানি দেওল
বিজেপি সাংসদ সানি দেওলফাইল ছবি
Published on

অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওলের বাংলো নিলামের নোটিশ জারি করার ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় নোটিশ দিয়ে পূর্ব নির্দেশ বাতিল করে দিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। মঙ্গলবার এই বিষয়ে ‘গদর’, ‘বর্ডার’ খ্যাত অভিনেতার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাফ জানান, “এটা আমার ব্যক্তিগত ব্যাপার।”

রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছিল, গত বছরের ডিসেম্বর মাস থেকে ব্যাঙ্ক থেকে নেওয়া ৫৫.৯৯ কোটি টাকার ঋণ পরিশোধ করতে পারেননি সানি দেওল। তাই ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা মুম্বইয়ের জুহুর গান্ধী রোডে অবস্থিত তাঁর নিজস্ব নামাঙ্কিত বাংলো ‘সানি ভিলা’র ই-নিলাম করবে ব্যাঙ্ক। সেখান থেকেই সুদ-আসল সমেত বকেয়া ঋণের পুরো টাকা আদায় করার চেষ্টা করা হবে। তবে সোমবার সাত-সকালে পুনরায় একটি বিবৃতি জারি করে আগের সেই নির্দেশ বাতিল করে ব্যাঙ্ক জানায়, “কিছু টেকনিক্যাল সমস্যার জন্য অজয় সিং দেওল ওরফে সানি দেওলের সম্পত্তির ই-নিলাম সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করা হল।”

পরে ওই ব্যাঙ্কের মুখপাত্র আরেকটি বিবৃতি জারি করে নিলামের নির্দেশিকা প্রত্যাহারের কারণ হিসেবে জানান, “প্রথমত, মোট কত টাকা পুনরুদ্ধার করতে হবে তার সঠিক সংখ্যা মোট বকেয়ায় উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, সিকিওরিটি ইন্টারেস্ট (এনফোর্সমেন্ট) রুলস ২০০২-এর ৮(৬) নং বিধির আওতায় সম্পত্তির উপর কেবলমাত্র প্রতীকী দখলের জন্যই নিলামের বিবৃতি দেওয়া হয়েছিল। ব্যাঙ্কের তরফ থেকে ১ আগস্ট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে ওই সম্পত্তি পুরোপুরি দখলের জন্য আবেদন করা হয়েছে। ওই আবেদন এখনও অনুমতির অভাবে আটকে রয়েছে।”

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “একবার ওই সম্পত্তির পুরোপুরি দখল নিয়ে নেওয়ার পরেই SARFAESI আইনের অধীনে নিলামের প্রক্রিয়া শুরু হবে।” যদিও এই বিষয়ে কোনোরকম মন্তব্য করতে চাননি অভিনেতা সানি দেওল। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বললেই মানুষ ভুলভাল অর্থ বের করে নেবেন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা 'গদর' ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। দর্শকদের মন জয় করে নিয়েছে সানি দেওলের এই ধামাকাদার কামব্যাক। বক্স অফিসে রমরমিয়ে চলছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির পরপরই বাড়ি নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন এই অভিনেতা তথা বিজেপি সাংসদ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in