Tahira Kashyap: ‘আবার ফিরে এসেছে’ - দ্বিতীয় বার স্তন ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

People's Reporter: ২০১৮ সালে প্রথম বার স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা কাশ্যপ। মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করে সুস্থ হয়ে ফিরেছিলেন তাহিরা।
আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপ
আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপছবি - সংগৃহীত
Published on

সাত বছর পর ফের মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। অভিনেতার স্ত্রী সমাজমাধ্যমে লিখলেন, ‘আবার সে ফিরে এসেছে’। তবে পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা তাহিরা জানিয়েছেন, দ্বিতীয় বার লড়ার জন্য তিনি প্রস্তুত। এই কঠিন সময়ে স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন আয়ুষ্মান খুরানাও।

২০১৮ সালে প্রথম বার স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা কাশ্যপ। মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই করে সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি। নিজের সমাজ মাধ্যমে সে কথা শেয়ার করে নিয়েছিলেন অভিনেতার স্ত্রী।

দ্বিতীয়বার আক্রান্ত হয়ে সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “আমি দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত"। তিনি যে একটুও ভেঙে পড়েননি, সে কথাও জানিয়েছেন। লিখেছেন, “গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম। তার পরেও ফের রোগ ফিরে এসেছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি। আমিও আবার লড়াই করব"।

অভিনেতা-পত্নী আরও লিখেছেন, “জীবন যখন প্রথম একটি লেবু ছুড়ে দেয় আপনি সেই লেবু দিয়ে লেমোনেড বানান। দ্বিতীয় বার একই কাণ্ড ঘটলে আপনি আর মিষ্টি লেমোনেড নয়, এ বার খাট্টা কোলা বানাবেন। যার টকমিষ্টি স্বাদ আজীবন থেকে যাবে আপনার মনে। এ ভাবেই জীবনের প্রতিটি পরীক্ষার ধৈর্য ধরে উত্তর দেব এবং উতরে যাব"।

দ্বিতীয়বারও স্ত্রীর এই কঠিন সময়ে যে পাশে আছেন আয়ুষ্মান, তার প্রমাণ তাহিরা কাশ্যপের কমেন্ট বক্সে জ্বলজল করছে। সেখানে অভিনেতা লিখেছেন, ‘দ্বিতীয় বারেও তোমার পাশে আছি'।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in