Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিং, আগস্ট মাসের সমস্ত শো বাতিল করলেন

People's Reporter: গোটা আগষ্ট মাস ধরে ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো করার কথা ছিল গায়কের। কিন্তু গোটা মাস ধরে সমস্ত শো বাতিল করলেন গায়ক।
অরিজিৎ সিং
অরিজিৎ সিং ছবি - সংগৃহীত
Published on

বর্তমানে সঙ্গীতের দুনিয়ায় অরিজিৎ সিং মানে একটা আবেগ। তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। প্লে-ব্যাকের পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন কনসার্ট করেন গায়ক। সেরকম গোটা আগষ্ট মাস ধরে ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো করার কথা ছিল গায়কের। কিন্তু গোটা মাসের সমস্ত শো বাতিল করলেন তিনি। কারণ তিনি অসুস্থ। নিজেই জানালেন সেকথা।

বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান অরিজিৎ সিং। গায়ক লেখেন, ‘‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলির জন্য অপেক্ষারত ছিলেন। কিন্তু, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এর পর আমাদের সাক্ষাৎ স্মরণীয় হবে।’’

অরিজিতের শো হওয়ার কথা ছিল লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার ইত্যাদি জায়গায়। অগস্ট মাসের পরিবর্তে এ বার শোগুলি হবে সেপ্টেম্বরের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে।

গায়ক আরও জানিয়েছেন, ‘‘পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য আমি উদ্‌গ্রীব।’’ যদিও নিজের অসুস্থতার বিষয়ে বিস্তারিত কোনও কথা প্রকাশ করেননি গায়ক।

অরিজিৎ সিং
Lucky Ali: ‘মুসলিম মানেই আপনি একা, বিশ্ব আপনাকে সন্ত্রাসবাদী বলবে’ – লাকি আলীর মন্তব্যে শুরু জল্পনা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in