
আজই প্রয়াত হয়েছেন ভারতের ফুটবল কিংবদন্তী সৈয়দ শাহিদ হাকিম। এদিন কর্ণাটকের গুলবার্গার এক বেসরকারি হাসপাতালে ৮২ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তন জাতীয় কোচ 'হাকিম সাব'। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের ক্রীড়া মহল। রবিবার সৈয়দ হাকিমকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেতা অজয় দেবগন। প্রাক্তন অলিম্পিয়ান ফুটবল তারকার মৃত্যুতে অজয় ট্যুইট করে জানিয়েছেন, ভারতীয় ফুটবল এক 'গুরুত্বপূর্ণ পা' হারিয়েছে।
আগামী অক্টোবরেই মুক্তি পেতে চলেছে অজয় দেবগন অভিনীত সিনেমা 'ময়দান'। যেখানে সৈয়দ শাহিদ হাকিমের বাবা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় অভিনয় করছেন অজয়। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে সৈয়দ আব্দুল রহিমের হাত ধরে ভারতীয় ফুটবল দলের জয়ের গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটির মাধ্যমে।
সৈয়দ শাহিদ হাকিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অজয় দেবগন। ট্যুইট করে বলিউড তারকা জানিয়েছেন, "শান্তিতে থাকুন হাকিম সাব। 'ময়দান' সিনেমায় আপনার বাবার ভূমিকায় অভিনয়ের জন্য গবেষণা করতে গিয়ে আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। আজ ভারতীয় ফুটবল এক গুরুত্বপূর্ণ পা হারিয়েছে।"
ফুটবল কেরিয়ারে ভারতের হয়ে ১৯৬০ সালে রোম অলিম্পিকে অংশ নেন শাহিদ হাকিম। ওই বছরই সার্ভিসেসের হয়ে সন্তোষ ট্রফি জেতেন তিনি। কোচ হিসেবে শাহিদ হাকিম এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৮২ সালের এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের সহকারি কোচ এবং মারডেকা কাপে দেশের ফুটবল দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও ফিফা প্যানেলের রেফারি হিসেবে ১৯৮৮ সালের এএফসি কাপের একাধিক ম্যাচ পরিচালনা করেছেন। ২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপে প্রোজেক্ট ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন ভারতীয় বায়ুসেনার এই প্রাক্তন স্কোয়াড্রন লিডার।
ফুটবল জগতের এই কিংবদন্তীকে ২০১৭ সালে ভারত সরকার তৎকালীন রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর পদের দায়িত্বও সামলেছেন ভারতীয় ফুটবলের এই স্বর্ণযুগের সদস্য। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন