সুস্থ হয়েই ফের কোভিড যুদ্ধে সোনু সুদ - এবার টেলিগ্রাম অ্যাপের সাহায্যে মানুষের পাশে

এবার টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করলেন সোনু - যেখানে অক্সিজেন, ওষুধ এবং অন্য কোনও প্রয়োজন হলে সাহায্য করার চেষ্টা করবেন। টুইট করে এমনটাই জানিয়েছেন বলিউড তারকা।
সোনু সুদ
সোনু সুদসোনু সুদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

করোনার দ্বিতীয় ঢেউয়ের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও নতুন পদক্ষেপ গ্রহণ করলেন বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা আবহে প্রথমদিন থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। যখন যেমন প্রয়োজন, তখন তাঁর কাছ থেকে সাহায্য পেয়েছেন সাধারণ মানুষ। তাঁর এই রূপ বারবার দেশবাসীকে মুগ্ধ করেছে। একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিতি তো ছিলই। আসলে তিনি যে কত বড় মনের মানুষ, গত এক বছরে একাধিকবার প্রমাণিত হয়েছে।

এবার টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করলেন সোনু - যেখানে অক্সিজেন, ওষুধ এবং অন্য কোনও প্রয়োজন হলে সাহায্য করার চেষ্টা করবেন। টুইট করে এমনটাই জানিয়েছেন বলিউড তারকা।

সম্প্রতি তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। ছয় দিনের মাথায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সুরক্ষাবিধির কথা মাথায় রেখে আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি এবং যথেষ্ট যত্ন নিচ্ছি। তবে আপনারা চিন্তা করবেন না! এখন আমি আরও বেশি পাব আপনাদের সমস্যা সমাধান করতে। মনে রাখবেন আমি সব সময়ে আপনাদের পাশে আছি। এর ছয় দিনের মাথায় সুস্থ হয়ে পুরোদস্তুর সকলের সাহায্যার্থে ময়দানে নেমে পড়েছেন তিনি।

সোনু সুদ টুইট করেছেন, 'এখন গোটা দেশ একত্রিত হবে। টেলিগ্রামের চ্যানেল 'ইন্ডিয়া ফাইটস উইথ কোভিড'-এ আমার সঙ্গে যোগ দিন। দেশকে বাঁচান।' এই অ্যাপের মাধ্যমে সোনু হাসপাতালের রোগীদের বেড, ওষুধ এবং অক্সিজেনের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে তাঁর টুইট ভাইরাল হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁদের প্রয়োজনের কথা লিখে সাহায্য চেয়েছেন সোনুর কাছে। কেউ আবার তাঁর এই বিশেষ পোস্ট শেয়ার করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ডের দাম ঘোষণা করে জানিয়েছে, রাজ্য সরকার ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালগুলি ৬০০ টাকায় কিনতে পারবে। এই ব্যাপারে সোনু লিখেছিলেন, প্রত্যেক দুঃস্থের বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া উচিত। দাম নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। কর্পোরেট এবং সাধারণ মানুষ - যাঁদের এটা কেনার সামর্থ্য আছে তাঁরা সকলের জন্য সাহায্যের হাত বাড়ান। ব্যবসা অন্য সময়ও করা যাবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in