প্রিয়াঙ্কার পথে হেঁটে হলিউডের ধর্মঘটকে সমর্থন দীপিকার, কমিক-কন অনুষ্ঠানে থাকবেন না অভিনেত্রী

হলিউডের ধর্মঘটকে সমর্থন জানাতে কমিক কন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ‘প্রজেক্ট কে’ ছবির অন্যতম প্রধান অভিনেত্রী দীপিকা।
দীপিকা পাডুকোন
দীপিকা পাডুকোন ফাইল ছবি

ন্যায্য পারিশ্রমিক ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিরুদ্ধে গত মে মাস থেকে আন্দোলন শুরু করেছেন হলিউডের চিত্র নাট্যকার ও লেখকরা। আন্দোলনে সামিল হয়েছেন হলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীও। মার্কিন মুলুকের ‘রাইটার্স গিল্ড অফ আমেরিকা’, ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড – আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট’ সংগঠনগুলির সম্মিলিত প্রায় দেড় লক্ষ সদস্য ধর্মঘটের ডাক দিয়েছেন। ভারতীয়-মার্কিন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও কয়েকদিন আগেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এই ধর্মঘটকে সমর্থন জানানোর জন্য আগামী শুক্রবার ‘কমিক-কন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে সূত্রে জানা গিয়েছে।

আগামী শুক্রবার সান দিয়েগোর কমিক-কন অনুষ্ঠানে প্রথম ভারতীয় ছবি হিসেবে দীপিকা-প্রভাস অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার কথা ছিল। তবে হলিউডের লেখক, চিত্র নাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটের জন্য তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও বর্তমানে ছবির নির্মাতারা জানিয়েছেন, সমস্যার কোনও কারণ নেই। পরিকল্পনা মতোই কমিক কন অনুষ্ঠানেই প্রকাশ পাবে ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম ঝলক। তবে সূত্রের খবর, হলিউডের ওই ধর্মঘটকে সমর্থন জানাতে কমিক-কন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ছবির অন্যতম প্রধান অভিনেত্রী দীপিকা।

প্রসঙ্গত, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড – আমেরিকান ফেডারেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট বা এসএজি-আফট্রা একজন সদস্য দীপিকা পাড়ুকোন। এবং হলিউডের ওই সংস্থার সদস্য হিসেবেই ধর্মঘটকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রে খবর। তবে দীপিকা এই নিয়ে এখনও পর্যন্ত খুল্লামখুল্লা কোনও মন্তব্য করেননি। যদিও দীপিকা কমিক-কন অনুষ্ঠানে যোগ না দিলেও সেখানে উপস্থিত থাকবেন ছবির নির্মাতাদের একটি বড় অংশ। পাশাপাশি, নাগ অশ্বিন পরিচালিত ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী যেমন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন ও দিশা পাটানি ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বলেই জানা গিয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in