Rajkummar Rao: গ্রেফতারি পরোয়ানা জারি রাজকুমার রাওয়ের বিরুদ্ধে! আদালতে আত্মসমর্পণ অভিনেতার

People's Reporter: ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বহেন হোগি তেরি’ ছবির পোস্টারে শিব সেজে জুতো পড়ে বাইকে বসে থাকতে দেখা যায় অভিনেতাকে। পোস্টারের এই ছবি হিন্দুধর্মকে অসম্মান করেছে বলে অভিযোগ।
রাজকুমার রাও
রাজকুমার রাওছবি - সংগৃহীত
Published on

আইনি জটে বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাঁর বিরুদ্ধে। সোমবার সেই মামলার শুনানিতে আদালতে আত্মসমর্পণ করেন অভিনেতা। আপাতত অভিনেতার জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার জলন্ধর আদালতে ফের মামলার শুনানি।

মামলাটি ৮ বছরের পুরানো। ২০১৭ সালে হিন্দুধর্মকে অসম্মানের অভিযোগে থানায় মামলা দায়ের হয় রাজকুমার রাওয়ের বিরুদ্ধে। খবর, সেই সময় মুক্তি পাওয়া ‘বহেন হোগি তেরি’ ছবির পোস্টারে শিব সেজে জুতো পড়ে বাইকে বসে থাকতে দেখা যায় অভিনেতাকে। পোস্টারের এই ছবি হিন্দুধর্মকে অসম্মান করেছে, এই দাবি তুলে অভিযোগ দায়ের করে শিবসেনা। রাজকুমার ছাড়াও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসানের বিরুদ্ধে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পূর্ববর্তী শুনানির সময় অভিনেতা আদালতে হাজিরা দেননি। যার জন্য তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা দায়ের করা হয়।এরপর সোমবার জলন্ধর আদালতে আত্মসমর্পণ করেন রাজকুমার। আদালতে আত্মসমর্পণের পরে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেতা, এমনই জানা গিয়েছে।

যেহেতু বিষয়টি ধর্ম সংক্রান্ত এবং স্পর্শকাতর তাই, আজকের শুনানিতে আট বছরের পুরনো এই মামলায় উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনেছে আদালত। এরপরেই নির্ধারিত হবে রায়। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in