দল ও দিলীপ ঘোষের প্রতি ক্ষুব্ধ, BJP ছাড়ছেন অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়

তিন বছর আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের সৈনিক হিসাবে লড়েছেন অভিনেতা। একাধিকবার দলের পক্ষ থেকে নিউজ চ্যানেলের ডিবেটে অংশ নিয়েছেন। একুশের নির্বাচনে দলে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।
অনিন্দ্য পুলক ব্যানার্জি
অনিন্দ্য পুলক ব্যানার্জিফাইল ছবি, অনিন্দ্য পুলক ব্যানার্জি ফেসবুক পেজের সৌজন্যে

টলিউডে কিছু অনিয়ম দেখে মেনে নিতে পারেননি। তাই পরিবর্তন করার আশায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তিন বছরে তিনি বুঝতে পেরেছেন যে, কোনো পরিবর্তন সম্ভব নয়। যে জন‍্য বিজেপিতে গিয়েছেন, তা পূরণ করা সম্ভব নয়। কিছু করতে চাইলেও সেই সুযোগ তিনি পাচ্ছেন না। এইজন‍্য আগেই বেসুরো হয়েছিলেন, এবার পাকাপাকিভাবে দলের বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়।

তিন বছর আগে বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের সৈনিক হিসাবে লড়েছেন অভিনেতা। একাধিকবার দলের পক্ষ থেকে নিউজ চ্যানেলের ডিবেটে অংশ নিয়েছেন। একুশের নির্বাচনে দলে সক্রিয় ভূমিকা ছিল তাঁর। হঠাৎ কী হলো অনিন্দ্যর? তাঁর অভিযোগ, টালিগঞ্জের জন্য কিছু করতে চাইলেও তেমন কোনও সুযোগ তিনি পাচ্ছেন না। যে পরিবর্তনের জন্য বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি তার কিছুই হয়নি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর তাঁর যে ক্ষোভ রয়েছে সে কথাও স্পষ্ট করেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে যাঁরা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে যোগ দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের মন্তব্য ছিল, 'রগড়ে দেব'। সেই সময় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মুখ না খুললেও এই মন্তব্যে যে তিনি খুশি হননি তা এখন বুঝিয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আমি সবসময়ই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। দিলীপ ঘোষের মতো একজন বড় নেতা যদি অভিনেতা-অভিনেত্রীদের রগড়ে দেব বলেন, তাহলে নিচুতলার কর্মীরা তা শুনে আরও খারাপ কিছু বলতেই পারেন।'

পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, 'পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সেটা মেনে নেওয়া যায় না।' এর আগে করোনা আবহে তৃণমূলের হেভিওয়েটদের গ্রেফতারি নিয়েও বিজেপির সমালোচনা শোনা গিয়েছিল তাঁর গলায়।

তিনি এবার দল পরিবর্তন করবেন কিনা, সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অনিন্দ্যপুলক বলেন, 'এমন কোনও পরিকল্পনা আপাতত নেই‌।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in