হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সতীশ কৌশিক

মৃত্যুর একদিন আগেও, গীতিকার জাভেদ আখতারের মুম্বাইয়ের বাড়িতে আয়োজিত হোলির উৎসবে দেখা গিয়েছিল্র সতীশ কৌশিককে।
সতীশ কৌশিক
সতীশ কৌশিক

প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত পরিচালক তথা অভিনেতা সতীশ কৌশিক। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

মৃত পরিচালকের পরিবার সূত্রে জানা গেছে, তিনি গুরুগ্রামে একজনের সাথে দেখা  করতে যাচ্ছিলেন। পথেই তাঁর শরীর খারাপ হতে শুরু করে এবং গাড়িতেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অভিনেতার। তাঁর মৃতদেহ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। পোস্টমর্টেমের পর তা মুম্বাইতে আনা হবে।

অনুপম খের নিজের টুইটারে লেখেন, “আমি জানি ‘মৃত্যুই এই পৃথিবীর চূড়ান্ত সত্য!’ কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমি বেঁচে থাকতে আমার প্রিয় বন্ধু #সতীশকৌশিককে নিয়ে এই কথা লিখব। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’’

মৃত্যুর একদিন আগেও, গীতিকার জাভেদ আখতারের মুম্বাইয়ের বাড়িতে আয়োজিত হোলির উৎসবে দেখা গিয়েছিল্র সতীশ কৌশিককে। নিজের ইন্সটাগ্রামে এই অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেছিলেন তিনি।

১৯৬৫ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। তিনি একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার ছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন তিনি। 'মিস্টার ইন্ডিয়া', 'দিওয়ানা মাস্তানা', 'জানে ভি দো ইয়ারোঁ', 'উড়তা পাঞ্জাব'-এর মতো ছবিতে অভিনয় করেছেন।  

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে পরিচালক হিসেবে যাত্রা শুরু হয় সতীশ কৌশিকের। ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে তাঁর। তাঁর পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলি হলো -  ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

সতীশ কৌশিক
মুখ তো খুলতেই হবে, চুপ করে থাকব কী করে? - পাকিস্তানে করা মন্তব্য প্রসঙ্গে জাভেদ আখতার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in