প্রকাশিত ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা, সেরা বাংলা ছবি 'অভিযাত্রিক'

দেশের সেরা ফিচার ছবি নির্বাচিত হয়েছে তামিল ফিল্ম ‘সুরারাই পুত্তরু’। দক্ষিণী নায়ক সূর্য অভিনয় করেছেন এই ছবিতে। এই ছবিটি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে। দেখে নিন তালিকা
অভিযাত্রিক ছবির দৃশ্য
অভিযাত্রিক ছবির দৃশ্য ছবি সংগৃহীত

প্রকাশিত হল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নামের তালিকা। গত ২ বছর কোভিডের কারণে পিছিয়ে গিয়েছিল চলচ্চিত্রের জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবছরও জাতীয় পুরস্কার নিয়ে গোড়া থেকেই জল্পনা ছিল তুঙ্গে। সেই জল্পনা ভেঙে শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টে নাগাদ প্রকাশিত হল জাতীয় পুরস্কারের তালিকা। সেরা বাংলা ছবির শিরোপা পেয়েছে 'অভিযাত্রিক'।

দেশের সেরা ফিচার ছবি নির্বাচিত হয়েছে তামিল ফিল্ম ‘সুরারাই পুত্তরু’। দক্ষিণী নায়ক সূর্য অভিনয় করেছেন এই ছবিতে। এই ছবিটি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে।

নন-ফিচার এবং ফিচার— দু’টি বিভাগেই আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেরা চিত্রগ্রহণের জন্য একটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছে বাংলা।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি কি কি বিভাগে পুরস্কার লাভ করেছে -

সেরা ফিচার ফিল্মের খেতাব পেয়েছে ‘সুরারাই পুত্তরু’।

সেরা পরিচালকের খেতাব পেয়েছেন সাচেই, ‘আইয়াপ্পানুম কোশিয়ুম’ ছবির জন্য।

সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন ‘সুরারাই পুত্তরু’ ছবির নায়িকা অপর্ণা বালামুরালি।

সেরা অভিনেতার পুরস্কারটি যৌথভাবে ভাগ করেছেন 'তানাজি'-র নায়ক অজয় দেবগণ ও সুরারাই পুত্তরু’র অভিনেতা সূর্য।

সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লক্ষীপ্রিয়া চন্দ্রমৌলি, সিভারাজানিয়ুম ইন্নুম শিলা পেঙ্গাল ছবির জন্য।

সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন বিজু মেনন আইয়াপ্পানুম কোশিয়ুম ছবির জন্য।

সেরা তেলেগু ছবির খেতাব জিতেছে ‘কালার ফটো’।

সেরা তামিল ছবির খেতাব জিতেছে ‘থিনকালাজচা নিশ্চয়ম’।

সেরা মারাঠি ছবির খেতাব জিতেছে ‘গোসথা ইকা পাইথানিচি’।

সেরা কন্নড় ছবির খেতাব জিতেছে ‘দল্লু’।

সেরা হিন্দি ছবির খেতাব জিতেছে ‘তুলশীদাস জুনিয়র’।

সেরা বাংলা ছবির খেতাব জিতেছে ‘অভিযাত্রিক’।

সেরা অসমীয়া ছবির খেতাব জিতেছে ‘ব্রিজ’।

সেরা টুলু ছবি হল ‘জীতিগে’।

সেরা হরিয়ানভি ছবি হল ‘দাদা লক্সমি’।

সেরা দিমসা ছবি হল ‘সেমখোর’।

সেরা অ্যাকশন ছবি ‘আইয়াপ্পানুম কোশিয়ুম’।

সেরা নৃত্য পরিচালনার পুরস্কার পেয়েছে তেলেগু ছবি ‘নাট্যম’।

সেরা গীতিকার সাইনা।

সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পেয়েছেন থামান এস, ‘আলা বৈকুণ্ঠপুররামুলো’ ছবির জন্য।

সেরা আবহসঙ্গীতের জন্য পুরস্কার পেয়েছে ‘সুরারাই পুত্তরু’ ছবিটি।

সেরা রূপসজ্জার পুরস্কার পেয়েছে ‘নাট্যম’ ছবিটি।

সেরা প্রযোজনা পরিকল্পনার পুরস্কার পেয়েছে ‘কাপ্পেলা’ ছবিটি।

সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছে ‘সিভারাজানিয়ুম ইন্নুম শিলা পেঙ্গাল’ ছবিটি।

সেরা শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছে ‘সুরারাই পুত্তরু’ ছবিটি।

সেরা চিত্রনাট্য ‘সুরারাই পুত্তরু’।

সেরা সংলাপের খেতাব জিতেছে ‘ম্যান্ডেলা’ ছবিটি।

সেরা চিত্রগ্রহণের জন্য পুরস্কার পেয়েছে বাংলা ছবি ‘অভিযাত্রিক’।

সেরা গায়িকার সম্মান পেয়েছেন নাঞ্চাম্মা।

সেরা গায়কের সম্মান পেয়েছেন রাহুল দেশপান্ডে।

নন-ফিচার তালিকায় যে ছবিগুলি পুরস্কার পেয়েছে –

সেরা নন ফিচার ছবি হল ‘টেস্টিমনি অফ অ্যানা’।

সেরা নন ফিচার ছবির পরিচালনা ‘ওহ দ্যাটস ভানু’।

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কাচিচিনিথু’।

সেরা শিক্ষামূলক ছবি ‘ড্রিমিং অফ অয়ারদস’।

সামাজিক বিষয়ের ওপর সেরা ছবি ‘জাস্টিস ডিলেইড বাট ডেলিভারড’।

বই থেকে নির্বাচিত বিষয় নিয়ে তৈরি ছবিতে সেরার খেতাব পেয়েছে কিশোর দেসাইের ছবি ‘দ্য লঙ্গেস্ট কিস’।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in