5G: "জনপ্রিয়তা আদায়ের জন্য" মামলা - দাবি খারিজ, ২০ লক্ষ টাকা জরিমানা জুহি চাওলার

৫জি টেলিকমের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তাঁর দাবি, ৫জি টেলিকম থেকে বিকিরিত তেজস্ক্রিয় রশ্মি পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে।
জুহি চাওলা
জুহি চাওলা ছবি সৌজন্য জুহি চাওলার ট্যুইটার হ্যান্ডেল

দেশে ৫জি টেলিকম চালুর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। আদালত শুধু এই মামলাই খারিজ করে দেয়নি উল্টে অভিনেত্রীর তীব্র সমালোচনা করে বলেছে "জনপ্রিয়তা আদায়ের জন্য" এই মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে মামলাকারীর।

শুক্রবার হাইকোর্ট বলে, "মামলাটি খারিজ করা হলো‌। এই মামলার দ্বারা আইনের অপব্যবহার করা হয়েছে। বাদীপক্ষের ২০ লক্ষ‌ টাকা জরিমানা করা হয়েছে।"

দুই স্বেচ্ছাসেবীকে সাথে নিয়ে ৫জি টেলিকমের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তাঁর দাবি, ৫জি টেলিকম থেকে বিকিরিত তেজস্ক্রিয় রশ্মি পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। এই প্রযুক্তি দেশে যেন বাস্তবায়িত না করা হয়।

২ জুন, গত বুধবার এই মামলার অনলাইন শুনানি ছিল। শুনানিতে যোগ দেওয়ার জন্য যে লিঙ্ক জুহি চাওলাকে পাঠানো হয়েছিল, নিজের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে দেন তিনি। এর ফলে শুনানি চলাকালীন অভিনেত্রীর ফ‍্যানরা ওই লিঙ্কের সাহায্যে শুনানিতে যোগ দেন এবং তাঁর অভিনীত সিনেমার গান গেয়ে শুনানিতে বাধা দান করতে থাকেন।

আজ এই প্রসঙ্গ তুলে হাইকোর্ট বলে, "জনপ্রিয়তার জন্য এই মামলা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুনানির লিঙ্ক শেয়ার করেছিলেন জুহি চাওলা।" ওই গায়কদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in