

রাত আটটার সময় লকডাউনের কথা ঘোষণা করে মাত্র চার ঘন্টা পর গোটা দেশ লকডাউন করে দেওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। এতো অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষ বাড়ি পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে সরব হয়েছেন তিনি।
গতকালই করোনা ভাইরাস নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আগামী ২১ দিনের জন্য গোটা দেশ লকডাউন থাকার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে বলিউড পরিচালকের টুইট, "রাত আটটার বদলে সকাল আটটায় এটা ঘোষণা করতে পারতেন। বিকেল চারটের সময় বললেও আমরা ব্যবস্থা করে নিতাম। সবসময় রাত আটটার সময় ঘোষণা করবেন এবং মাত্র চার ঘন্টা সময় দেবেন সাধারণ মানুষকে। তাদেরকী হবে যারা পায়ে হেঁটে শহর থেকে বেরিয়েছেন, কারণ বাস বা ট্রেন কিছুই তো চলছে না? আর কী বলবো। ঠিক আছে প্রভু।"
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৬২। ১১ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন