লকডাউন ঘোষণার পর মানুষ কত সময় পেয়েছেন, প্রশ্ন অনুরাগ কাশ্যপের

অনুরাগ কাশ্যপ
অনুরাগ কাশ্যপফাইল ছবি সংগৃহীত

রাত আটটার সময় লকডাউনের কথা ঘোষণা করে মাত্র চার ঘন্টা পর গোটা দেশ লকডাউন করে দেওয়ায় প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ‍্যপ। এতো অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষ বাড়ি পৌঁছাতে পারবেন কি না তা নিয়ে সরব হয়েছেন তিনি।

গতকালই করোনা ভাইরাস নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আগামী ২১ দিনের জন্য গোটা দেশ লকডাউন থাকার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে বলিউড পরিচালকের টুইট, "রাত আটটার বদলে সকাল আটটায় এটা ঘোষণা করতে পারতেন। বিকেল চারটের সময় বললেও আমরা ব‍্যবস্থা করে নিতাম। সবসময় রাত আটটার সময় ঘোষণা করবেন এবং মাত্র চার ঘন্টা সময় দেবেন সাধারণ মানুষকে। তাদের‌কী হবে যারা পায়ে হেঁটে শহর থেকে বেরিয়েছেন, কারণ বাস বা ট্রেন কিছুই তো চলছে না? আর কী বলবো। ঠিক আছে প্রভু।"

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৬২। ১১ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in