কাশ্মীরে মানুষ নিরাপত্তাহীনতা, অস্তিত্ব সংকটে ভুগছে - জায়রা ওয়াসিম

জায়রা ওয়াসিম
জায়রা ওয়াসিমফাইল ছবি সংগৃহীত

কাশ্মীরে এখনও অব্যাহত সমস্যা। এখানে বসবাসকারী মানুষরা এখনও প্রবল নিরাপত্তাহীনতা এবং অস্তিত্ব সংকটের আশঙ্কায় ভুগছে। সম্প্রতি কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এইভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম।

তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে জানান, “কাশ্মীরিরা দেশের মধ্যে থেকেও সকলের থেকে বিচ্ছিন্ন। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে অপারগ। এরকমভাবে আমাদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে কী সত্যিই মুখ বন্ধ করে রাখা যায়। এখানকার মানুষ সত্যি খুব কষ্টে রয়েছে। যতই বর্তমান সরকার দেশজুড়ে কাশ্মীর শান্ত রয়েছে বলে দাবি করুক না কেন, তা পুরোটাই মিথ্যে। কাশ্মীরে এখনও অশান্তি রয়েছে”।

দীর্ঘ কয়েকমাস ধরেই কাশ্মীরে বিপর্যস্ত জন পরিষেবা। বেশকিছু অঞ্চলে ইন্টারনেটের ২জি পরিষেবা চালু হলেও একাধিক জায়গায় এখনও বন্ধ নেট পরিষেবা। কার্ফু জারি রয়েছে বেশ কয়েকটি এলাকাতেও। তবে এদিকে বিজেপি সরকারের দাবি ৩৭০ বিলোপের পর কাশ্মীরবাসীরা নাকি সুখে শান্তিতেই রয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in