

কাশ্মীরে এখনও অব্যাহত সমস্যা। এখানে বসবাসকারী মানুষরা এখনও প্রবল নিরাপত্তাহীনতা এবং অস্তিত্ব সংকটের আশঙ্কায় ভুগছে। সম্প্রতি কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এইভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম।
তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে জানান, “কাশ্মীরিরা দেশের মধ্যে থেকেও সকলের থেকে বিচ্ছিন্ন। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে অপারগ। এরকমভাবে আমাদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে কী সত্যিই মুখ বন্ধ করে রাখা যায়। এখানকার মানুষ সত্যি খুব কষ্টে রয়েছে। যতই বর্তমান সরকার দেশজুড়ে কাশ্মীর শান্ত রয়েছে বলে দাবি করুক না কেন, তা পুরোটাই মিথ্যে। কাশ্মীরে এখনও অশান্তি রয়েছে”।
দীর্ঘ কয়েকমাস ধরেই কাশ্মীরে বিপর্যস্ত জন পরিষেবা। বেশকিছু অঞ্চলে ইন্টারনেটের ২জি পরিষেবা চালু হলেও একাধিক জায়গায় এখনও বন্ধ নেট পরিষেবা। কার্ফু জারি রয়েছে বেশ কয়েকটি এলাকাতেও। তবে এদিকে বিজেপি সরকারের দাবি ৩৭০ বিলোপের পর কাশ্মীরবাসীরা নাকি সুখে শান্তিতেই রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন