Kangana Ranaut: কঙ্গনার নয়া ছবি ‘তেজস’ সুপার ফ্লপ, চারদিনে মোট আয় মাত্র ৪.২৫ কোটি

People's Reporter: সাধারণ মানুষ থেকে ওয়াকিবহাল মহলের মতে, অতিরিক্ত রাজনীতি ঘনিষ্ঠতা বা বলা ভালো মাত্রাতিরিক্ত ‘বিজেপি’ ঘনিষ্ঠতাই ডুবিয়েছে কঙ্গনাকে।
ছবির দৃশ্য
ছবির দৃশ্যছবি সংগৃহীত

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘তেজস’ সুপার ফ্লপ। এমনকি দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে চিঁড়ে ভেজেনি। ২৭ অক্টোবর ছবি মুক্তির পর মঙ্গলবার পর্যন্ত বক্স অফিসে ছবির মোট আয় মাত্র ৪.২৫ কোটি। সিনেপ্রেমীদের মতে, বিতর্কিত মন্তব্যই কাল হয়েছে কঙ্গনার।

শেষ সাত বছরে একটিও ‘সুপারহিট’ ছবি দিতে পারেননি ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘ধক্কড়’ থেকে শুরু করে 'থালাইভি', ‘মণিকর্ণিকা’ পর্যন্ত সবকটি সিনেমাই ফ্লপ তকমা নিয়ে রুপোলী পর্দা ছেড়েছে। এবার অভিনেত্রীর ‘তেজস’ও প্রায় বন্ধের মুখে। শুক্রবার ছবি মুক্তির দিন তেজস-এর আয় ছিল ১.২৫ কোটি। তারপর সপ্তাহান্তে শনি ও রবিবারও সেই অঙ্কের খুব একটা হেরফের হয়নি। তবে মুক্তির পর প্রথম সোমবারে এসেই ধরাশায়ী তেজস-এর উড়ান। সোমবারের থেকেই টিকিট বিক্রির অভাবে ছবির বেশিরভাগ শো বন্ধ করে দিয়েছে দেশের ৫০ শতাংশ সিনেমাহল।

বলিউড হাঙ্গামা’র রিপোর্ট অনুযায়ী, রবিবার অধিকাংশ প্রেক্ষাগৃহেই গড়ে মাত্র ১০ থেকে ১২টি টিকিট বিক্রি হয়েছে। সোমবারের রোজগার মিলিয়ে এখনও পর্যন্ত ছবিটির মোট আয় হয়েছে মাত্র ৪.২৫ কোটি। বিশেষজ্ঞদের মতে, এই একক সংখ্যা নিয়েই মাঠ ছাড়বে কঙ্গনার নতুন ছবি। ইতিমধ্যেই ছবিটিকে ‘বছরের অন্যতম বক্স অফিস ডিজাস্টার’ হিসেবে দেগে দিয়েছে দর্শকদের একাংশ। বিহারের এক প্রেক্ষাগৃহের মালিক বিবেক চৌহান জানিয়েছেন, “এই প্রথমবার একটাও টিকিট বিক্রি না হওয়ায় আমার সিনেমাহলে কোনও মর্নিং শো বাতিল করে দিতে হয়েছে।”

শেষবার অভিনেত্রী কঙ্গনা বক্স অফিস কাঁপিয়েছিলেন ২০১৫ সালে। সে বছর তাঁর ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্ন্স’ ছবি ১৫০ কোটির গণ্ডি ছাড়িয়ে ‘সুপারহিট’ তকমা অর্জন করেছিল। কিন্তু তারপর শেষ ৯টি ছবির একটিও ১০০ কোটির লক্ষ্মণ রেখা পেরোয়নি। কিন্তু হঠাৎ করে হল কি ‘গ্যাংস্টার’ কিংবা ‘কুইন’ খ্যাত অভিনেত্রীর? সাধারণ মানুষ থেকে ওয়াকিবহাল মহলের মতে, অতিরিক্ত রাজনীতি ঘনিষ্ঠতা বা বলা ভালো মাত্রাতিরিক্ত ‘বিজেপি’ ঘনিষ্ঠতাই ডুবিয়েছে কঙ্গনাকে। উগ্র হিন্দুত্ববাদের সমর্থন, বিজেপি বিরোধীদের আক্রমণ, বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করে সমাজমাধ্যমে মুখ খুলে নিজেই খাল কেটে কুমির এনেছেন বলে দাবি ।

ছবির দৃশ্য
Kangana Ranaut: তিন বার চেষ্টার পরেও 'লক্ষ্যভ্রষ্ট'! রাবণ দহনে ব্যর্থ হয়ে ট্রোলের শিকার কঙ্গনা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in