

সোমবার সকালে 'শোলে' সিনেমার গব্বর সিংয়ের সঙ্গী কালিয়া চরিত্রের অভিনেতা বিজু খোটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মানুষের মনে আজো গেঁথে আছে শোলের সেই ডায়লগ ''আব তেরা ক্যায়া হোগা কালিয়া”। সেই ডাকাত কালিয়া, অভিনেতা বিজু খোটের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৭।
অভিনেতার ভাগ্নি ভাবনা বালসাভার জানিয়েছেন “নিজের ঘরে ঘুমের মধ্যেই এদিন সকাল ৬.৫৫ নাগাদ তিনি মারা যান। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না।” ভাবনা আরও বলেন, বিজু খোটে তাঁর শেষ দিনগুলি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। তাই হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনয় জগতের ব্যক্তিত্বরা।
প্রসঙ্গত গব্বরের সঙ্গী কলিয়ার ভূমিকার তাঁর অভিনয় অবিস্মরণীয়। তাঁর ডায়লগ “সর্দার ম্যায়নে আপকা নামক খায়া হ্যায়” আজও ব্যাপক জনপ্রিয়। আমির খান এবং সলমান খানের আন্দাজ আপনা আপনাতে “গলতি সে মিসটেক হো গ্যয়া” তাঁর আরেক বিখ্যাত সংলাপ। তিনি শোলে ও আন্দাজ আপনা আপনা ছাড়াও অসংখ্য সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন