

রোজভ্যালিকাণ্ডে আর্থিক লেনদেন সম্বন্ধে জানতে এবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ জুলাই তাকে সল্টলেক সিজিও কম্প্লেক্স ইডি দপ্তরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে খবর, রোজভ্যালি কাণ্ডে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অভিনেতা প্রসেনজিৎ এর সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য পায় ইডি। সেই সূত্রেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতেই তৎপরতা শুরু করেছে ইডি।
কোন খাতে অভিনেতার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল সংস্থার, সে ব্যাপারে বিস্তারিত তথ্য সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে কেন্দ্রীয় ওই সংস্থার পক্ষ থেকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন