বিশিষ্ট লোকসংগীত শিল্পী অমর পাল প্রয়াত
বিশিষ্ট লোকসংগীত শিল্পী অমর পাল প্রয়াত। শনিবার বিকেলে প্রবাদ প্রতিম এই সঙ্গীত শিল্পী প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৭ বছর।
১৯৫১ সালে অল ইন্ডিয়া রেডিও থেকে প্রথম লোকসংগীত শিল্পী হিসেবে অমর পালের গান প্রচারিত হয়। পরবর্তী সময়ে তিনি বিখ্যাত চিত্র পরিচালক দেবকী কুমার বসু, সত্যজিৎ রায়, ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রে গান গেয়েছেন। সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে চলচ্চিত্রে ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’ তাঁর এক অনন্য সঙ্গীত, যা আজও মানুষের মুখে মুখে ফেরে।
শিল্পীর জন্ম অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া গ্রামে ১৯২২ সালের ১৯ মে। মাত্র ১০ বছর বয়সে বাবা মহেশ চন্দ্র পালকে হারান। পিতৃবিয়োগের পর মা দুর্গাসুন্দরী দেবীর কাছে তাঁর সঙ্গীতের প্রাথমিক হাতেখড়ি। পরবর্তী সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেন উস্তাদ আয়াত আলি খানের কাছে। যিনি বাবা আলাউদ্দিন খানের ভাই।
ভারতবর্ষের স্বাধীনতা ও বাংলা দ্বিখণ্ডিত হবার পর ১৯৪৮ সালে তিনি এদেশে আসেন। এরপর সুরেন চক্রবর্তী, মণি চক্রবর্তী এবং ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন।
ভারত সরকারের সংগীত-নাটক আকাদেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কার ও সংগীত মহাসন্মান অর্জন করেছেন তিনি। এছাড়াও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধিও পেয়েছেন তিনি। দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন প্রবাদপ্রতিম এই শিল্পী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন