কমল হাসান
কমল হাসানফাইল ছবি সংগৃহীত

আমার রাজনীতিতে গেরুয়া ছোঁয়া থাকবে না – কমল হাসান

Published on

রজনীকান্তের রাজনীতিতে গেরুয়া রঙের ছোঁয়া আছে। যদি এই অবস্থার বদল না হয় তাহলে ভবিষ্যতে তাঁর সঙ্গে আমার কোনও জোট হবেনা।

প্রসিদ্ধ অভিনেতা কমল হাসান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর নতুন ওয়েবসাইট উদ্বোধনের সময় অভিনেতা রজনীকান্তের দলের সঙ্গে জোটের ব্যপারে একথা জানিয়েছেন।

তিনি বলেন, তাঁরা খুব ভালো বন্ধু হলেও রাজনীতি আর বন্ধুত্ব আলাদা। আমার রাজনীতি কখনোই গেরুয়া রাজনীতি হবেনা।

কমল হাসানের নতুন ওয়েবসাইট

http://naalainamadhe.maiam.com/

নিজের রাজনৈতিক দল গঠন করা নিয়ে বলতে গিয়ে কমল জানান, নতুন রাজনৈতিক দল করার কারণ, বর্তমানে দেশে যে যে রাজনৈতিক দল আছে তাঁদের কারোর সঙ্গে কাজ করতেই তিনি উৎসাহিত নন। তিনি এমন কোনও রাজনৈতিক দল তৈরি করবেন না যেখানে দেশের অন্য কোনও রাজনৈতিক দলের ছায়া থাকবে।

তিনি আরও জানিয়েছেন, তাঁর ওয়েবসাইট তিনি এমনভাবে তৈরি করতে চান যেখানে বিভিন্ন অংশের মানুষ নাম নথিভুক্ত করতে পারে। এখানে রাজনীতি ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষি অর্থনীতি সমস্ত বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in