প্রয়াত অন্নপূর্ণা দেবী

বাবা আলাউদ্দিন খান ও অন্নপূর্ণা দেবী
বাবা আলাউদ্দিন খান ও অন্নপূর্ণা দেবীফাইল ছবি সংগৃহীত
Published on

প্রবাদপ্রতিম সেতারবাদক অন্নপূর্ণা দেবী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। শনিবার ভোর ৩.৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়।

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশনের এক মুখপাত্র জানিয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত এই শিল্পী দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মধ্যপ্রদেশের মাইহারে অন্নপূর্ণা দেবীর জন্ম। বাবা উস্তাদ আলাউদ্দিন খান এবং মা মদিনা বেগমের কন্যা অন্নপূর্ণা দেবী তাঁদের চার সন্তানের মধ্যে ছোটো ছিলেন। বিশ্বখ্যাত সরোদবাদক উস্তাদ আলি আকবর খান তাঁর দাদা।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার এই শিল্পী পাঁচ বছর বয়সে তাঁর সেতার শিক্ষা শুরু করেন বাবার কাছে। পরবর্তী সময়ে তিনি সুরবাহার-এও দক্ষতা অর্জন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in