সঙ্গীতসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের ৯০ তম জন্মদিন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
লতা মুঙ্গেশকর
লতা মুঙ্গেশকরফাইল ছবি সংগৃহীত
Published on

৯০ বছরে পা দিলেন সুরসম্রাজ্ঞী ভারতরত্ন লতা মুঙ্গেশকর। এদিন তাঁর ৯০ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

গোমন্তক মারাঠা পরিবারে প্রবাদপ্রতিম এই শিল্পীর জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে। মারাঠী বাবা এবং গুজরাটী মায়ের সন্তান লতা পাঁচ ভাইবোনের মধ্যে বড়।

মাত্র ১৩ বছর বয়সে লতা মুঙ্গেশকর সঙ্গীতজগতে প্রবেশ করেন ১৯৪২ সালে। বসন্ত যোগলেকর-এর মারাঠী ছবি কিটি হাসাল-এ তিনি প্রথম প্লেব্যাক করেন। যদিও চলচ্চিত্রের চূড়ান্ত পর্বে সেই গান বাদ দিয়ে দেওয়া হয়। ওই বছরই ‘পহলী মঙ্গলা গৌর’ চলচ্চিত্রে তাঁকে এক ছোটো চরিত্রে অভিনয় করার সুযোগ দেন মাস্টার বিনায়ক। ১৯৪৩ সালে মারাঠী ছবি গজাভাউ চলচ্চিত্রে তিনি প্রথম হিন্দি গান করেন। ১৯৪৮ সালে মজবুর চলচ্চিত্রে তাঁর গাওয়া গান প্রথম সাড়া জাগায়।

একাধিক জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার পুরস্কারের পাশাপাশি ১৯৬৯ সালে পদ্মভূষণ, ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে, ১৯৯৯ সালে পদ্মবিভূষণ, ২০০১ সালে ভারতরত্ন এবং ২০০৭ সালে লিজিয়ন দ্য অনার পুরস্কারে ভূষিত বর্ষীয়ান এই জীবন্ত কিংবদন্তী।

(রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত ট্যুইটার)

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in