People's Reporter: গুজবে নয়, খবরে থাকুন - ৮ বছরে পিপলস রিপোর্টার

বিগত সাত বছর ধরে আমাদের দৈনিক কর্মপদ্ধতিতে মূল লক্ষ্য থাকে একটাই। সুস্থ খবর, মানুষের খবর, মানুষের প্রয়োজনের খবর খুঁজে আনা, মানুষের কাছে পৌঁছে দেওয়া।
People's Reporter: গুজবে নয়, খবরে থাকুন - ৮ বছরে পিপলস রিপোর্টার

আজ আমাদের ৮-এ পা। ২০১৬-র সেপ্টেম্বর মাস থেকে একটানা ২৫৫৬ দিন নিরবিচ্ছিন্ন লড়াই চালিয়ে যাওয়া খুব একটা সহজ না হলেও আমাদের পিপলস রিপোর্টার টিম সেই অসম লড়াই চালিয়ে গেছে। যাচ্ছে। যদিও ৮-এ পা দিয়ে আহ্লাদে আটখানা হবার মত কিছু ঘটেনি। কারণ পিপলস রিপোর্টার গত ৭ বছরে বুঝে গেছে লড়াইটা প্রতিদিনের। প্রতিটা সকাল যেখানে শূন্য থেকেই শুরু করতে হয়। যেখানে আত্মতৃপ্তির কোনও জায়গা নেই।

বিগত সাত বছর ধরে আমাদের দৈনিক কর্মপদ্ধতিতে মূল লক্ষ্য থাকে একটাই। সুস্থ খবর, মানুষের খবর, মানুষের প্রয়োজনের খবর খুঁজে আনা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা প্রতিদিনই খবর হিসেবে প্রচারিত তথাকথিত বেশ কিছু অ-খবরকে নাকচ করি। পাশাপাশি আমরা এমন অনেক বিষয়ে খবর করি যে খবর অনেকে সযত্নে এড়িয়ে যান। আমরা এড়াতে পারিনা। আমরা যেহেতু মেইনস্ট্রিমত্বের দাবি করিনা তাই মেইনস্ট্রিম বনাম অলটারনেটিভের এই দ্বন্দ্ব থাকবেই। সে কাজে আমরা কতটা সফল, অথবা কতটা ব্যর্থ তার বিচারের ভার পাঠকের ওপর। এখন প্রতিদিন যে বিপুল সংখ্যক পাঠক আমাদের নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ওপর আস্থা আছে বলেই তাঁরা তা দেখেন, পড়েন।

এরপরেও কিছু কথা থেকে যায়। আমাদের সকলেরই জানা যে বিগত কয়েক বছরে খবর প্রকাশ সংক্রান্ত বিষয়ে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। সেসব সঙ্গে নিয়েই প্রতিদিন যতটুকু কাজ আমরা করতে পারি বা আমাদের মত অনেক প্রতিষ্ঠান করতে পারে তা যথেষ্ট পরিমাণ প্রত্যক্ষ এবং পরোক্ষ নজরদারির মধ্যে থেকেই করতে হয়। আপামর জনসাধারণ মিডিয়াকে যতটা স্বাধীন বলে মনে করেন আদপে মিডিয়ার সেই স্বাধীনতা কতটুকু অবশিষ্ট আছে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন গুরুতর আকার ধারণ করছে।

এরপর আছে টাকাপয়সার প্রশ্ন। একটা প্রতিষ্ঠান মোটামুটি চালাতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটুকুও আমাদের নেই। তাই অনেক সময়েই বিভিন্ন বিষয়ে আটকে যেতে হয়। ইচ্ছে থাকলেও উপায় থাকে না। সাধ এবং সাধ্যের মধ্যে যোজনখানেক শূন্যতা। সাত বছর পার করে এলেও ভাঁড়ার আমাদের শূন্য। যদিও খরচ থেমে নেই। থেমে নেই প্রতিদিনের বিভিন্ন প্রায়োগিক রদবদল। সুষ্ঠুভাবে একটা ওয়েবসাইট চালিয়ে নিয়ে যেতে গেলে যা এড়িয়ে চলা যায়না। আপনারা একাধিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাহাড়প্রমাণ সমস্যার মধ্যে থেকে যাতে হয়তো আংশিক সমস্যা মিটেছে।

তবু আমরা সাত বছর ধরে আছি। দাপটের সঙ্গে আছি। আগামীতেও থাকবো। আমাদের মত ও পথেই। গুজবে নয়, আপনাদের খবরে রাখার অঙ্গীকার নিয়ে পিপলস রিপোর্টার টিম আপনাদের প্রতি দায়বদ্ধ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। পিপলস রিপোর্টারের এগিয়ে চলার সাথী হন।   

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in