Copa America: একাধিক সুযোগ হাতছাড়া - চিলির কাছে ধাক্কা আর্জেন্টিনার

কোপা আমেরিকা গ্রুপ 'এ'-এর প্রথম ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ে। চিলি-আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করেই অভিযান শুরু করেছে কোপার। অন্য ম্যাচে পিছিয়ে থেকেও দশজনের বলিভিয়াকে ৩-১ গোলে হারালো প্যারাগুয়ে।
আর্জেন্টিনা বনাম চিলি
আর্জেন্টিনা বনাম চিলিছবি সেলেকিওন আর্জেন্টিনা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

আবারো সেই চিলির কাছে ধাক্কা খেলো আর্জেন্টিনা। গোল করেও আলবিসেলেস্তাদের জয় এনে দিতে পারলেন না লিওনেল মেসি। একাধিক সুযোগ হাতছাড়া করে নীল সাদা জার্সিধারীরা। কোপা আমেরিকায় গ্রুপ 'এ'-এর প্রথম ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। চিলি এবং আর্জেন্টিনা পয়েন্ট ভাগাভাগি করেই অভিযান শুরু করেছে কোপার। এই গ্রুপের অন্য ম্যাচে পিছিয়ে থেকেও দশজনের বলিভিয়াকে ৩-১ গোলে সহজেই হারালো প্যারাগুয়ে।

প্রথমার্ধের ৩৩ মিনিটে দুরন্ত এক ফ্রী কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন স্বয়ং অধিনায়ক মেসি। প্রথমার্ধে এই লীড বজায় রাখলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সমতা ফিরে পায় চিলি। পেনাল্টি উপহার পাওয়ার পর স্পট কিক নিতে যান আর্তুরো ভিদাল। তবে ভিদালের বল আর্জেন্টিনা গোলরক্ষক আটকে দিলেও ফিরতি বলে গোল করে চিলিকে সমতা এনে দেন এডুয়ার্ডো ভারগাস। ম্যাচের বাকি সময়ে আর্জেন্টিনা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। আগামী ম্যাচগুলোতে লিওনেল স্কালোনিদের কাছ থেকে ভালো কিছু উপহার পাওয়ার আশায় আর্জেন্টিনা সমর্থকরা।

২০১৫ এবং ২০১৬ সালে এই চিলির কাছেই কোপা আমেরিকার ফাইনালে হারতে হয় আর্জেন্টিনাকে। ক্লাবের হয়ে সাম্ভাব্য সকল ট্রফি জিতলেও লিওনেল মেসি দেশকে একটিও আন্তর্জাতিক শিরোপা এনে দিতে পারেননি। মেসির আক্ষেপ এটাই। তাই কোপার মাঠে বল গড়ানোর আগে থেকেই জিততে মরিয়া বার্সা মহাতারকা। কিন্তু সেই চিলির বিপক্ষে শুরুর ম্যাচটাই স্মরণীয় করে রাখতে পারলো না আলবিসেলেস্তারা।

কোপা আমেরিকার গ্রুপ 'এ'-এর অন্য এক ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই ম্যাচের দশ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন আরউইন সাভেদ্রা। তবে প্রথমার্ধের শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বলিভিয়া সিউলার ম্যান্ডুজা।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে প্যারাগুয়ে। ৬২ মিনিটে কাকুর গোল থেকে সমতা ফিরে পায় তারা। এরপর ৬৫ মিনিটে এবং ৮০ মিনিটে অ্যাঞ্জেল রোমেরোর জোড়া গোলে সহজেই জয় পায় প্যারাগুয়ে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in