Copa America: ব্রাজিলকে আটকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর, ছিটকে গেল ভেনিজুয়েলা

অন্য ম্যাচে আন্দ্রে কারেল্লার একমাত্র গোলে ভেনিজুয়েলার বিপক্ষে জয় পায় পেরু। এই ম্যাচে জিতলে ভেনিজুয়েলা পারতো দ্বিতীয় রাউন্ডের টিকিট।
Copa America: ব্রাজিলকে আটকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর, ছিটকে গেল ভেনিজুয়েলা
কোপা আমেরিকা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টানা দশ ম্যাচ পর বিজয়রথ থামলো ব্রাজিলের। কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তিতের দল। এডার মিলিটাও-এর গোলে এগিয়ে থাকলেও ইকুয়েডরকে সমতা এনে দেন অ্যাঞ্জেল মিনা। অন্য এক ম্যাচে ভেনিজুয়েলাকে ১-০ গোলে হারালো পেরু।

গ্রুপ বি-র গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ ছিলো আজ। ব্রাজিল তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আগেই। নক আউট পর্বে যাওয়ার জন্য লড়াইটা ছিলো ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের। ব্রাজিলকে আটকে দিয়ে পরের রাউন্ডের টিকিট পেলো ইকুয়েডর। অন্যদিকে পেরুর কাছে হেরে একমাত্র দল হিসেবে ছিটকে গেলো ভেনিজুয়েলা।

ব্রাজিল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় আজ প্রথম একাদশে অনেক পরিবর্তন আনেন তিতে। নেইমার, ক্যাসিমিরোদের বিশ্রামে রেখে মার্কুইনহোসের নেতৃত্বাধীন দ্বিতীয় শ্রেণীর দল নামান তিনি। প্রথমার্ধের ৩৭ মিনিটে এভারটনের পাস থেকে এডার মিলিটাও-এর গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে এই লীড বজায় রাখতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে তা পারেনি তারা। ৫৩ মিনিটে অ্যাঞ্জেল মিনা সমতা এনে দেন ইকুয়েডরকে।

অন্য ম্যাচে আন্দ্রে কারেল্লার একমাত্র গোলে ভেনিজুয়েলার বিপক্ষে জয় পায় পেরু। এই ম্যাচে জিতলে ভেনিজুয়েলা পারতো দ্বিতীয় রাউন্ডের টিকিট। কিন্তু তা হয়নি। গ্রুপ বি'র যে চার দল নক আউট পর্বে পৌঁছেছে তারা হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in