Copa America Cup: ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে কে? কাল ভোরে মুখোমুখি কলম্বিয়া-আর্জেন্টিনা

ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে কলম্বিয়ার। ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল দেখতে উৎসুক।
অনুশীলনে মেসি
অনুশীলনে মেসি ছবি সেলেকিওন আর্জেন্টিনা ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওতে পেরুকে হারিয়ে দশম শিরোপা জয়ের দৌড়ে ফাইনালের টিকিট পেয়েছে তিতের দল। আগামীকাল সকালে কোপা পাবে তাদের দ্বিতীয় ফাইনালিস্টকে। ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ১৪ টি শিরোপা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে কলম্বিয়ার। ভারতীয় সময় সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল দেখার জন্য কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। তবে ওসপিনার কলম্বিয়া যে কোনো অঘটন ঘটাতে প্রস্তুত।

চলতি কোপায় দুরন্ত ছন্দে রয়েছে লিও মেসির আর্জেন্টিনা। স্বয়ং মেসি রয়েছেন ফর্মের শিখরে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত চার গোল এবং চার অ্যাসিস্ট নিয়ে শীর্ষ গোলদাতার আসনে বার্সা মহাতারকাই। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইকুয়েডরকে ৩-০ গোলে চূর্ণ করে সেমিফাইনাল খেলছে লিওনেল স্কালোনিরা।

তবে কলম্বিয়া ছেড়ে দেওয়ার পাত্র নয়। রেকর্ড ১৫ টি শিরোপা জয়ী লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়েকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে তারা। তবে ইতিহাস আর্জেন্টিনার পক্ষেই। এখনও পর্যন্ত লাতিন আমেরিকার এই দুই দল ৪০ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা জিতেছে ২৩ টি ম্যাচ এবং কলম্বিয়া জিতেছে ৯ টি ম্যাচ। ৮ টি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, নাহেলু মলিনা, জার্মেন পেজেলা, রদ্রিগো দে পল, লিওনার্দো পারাদেস, জিওভানি লো সেলসো, লউটারো মার্টিনেজ, নিকোলাস গনজালেজ, লিওনেল মেসি।

কলম্বিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওসপিনা, ইয়ারি মিনা, ড্যানিয়েল মনোজ, ডেভিনসন স্যাঞ্চেজ, উইলিয়াম টেসিল্লো, লুইস দিয়াজ, গুস্তাভো সিউলার, উইলমার বেরিয়স, জুয়ান কুয়াদ্রাদো, দুভান জাপাতা, লুইস মুরেইল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in