Copa America: দেশে টুর্নামেন্ট আয়োজন ঘিরে ক্ষোভ ব্রাজিল জাতীয় দলের - বিবৃতি ৮ জুন

কোপা বয়কটও করতে পারে ব্রাজিল ফুটবল দল। আজ ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জয়ের পর ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরো এ বিষয়ে মুখ খোলেন। ক্যাসিমিরো জানান, কোপা আমেরিকার বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ।
ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরো
ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরোফাইল ছবি সংগৃহীত

কোপা আমেরিকা নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। ব্রাজিলে কোপা আয়োজন নিয়ে খুশি নয় দেশের ফুটবলাররা। কোপা বয়কটও করতে পারে ব্রাজিল ফুটবল দল। আজ ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জয়ের পর ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরো এ বিষয়ে মুখ খোলেন। ক্যাসিমিরো জানান, কোপা আমেরিকার বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ।

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য বাছাইপর্বের ম্যাচ খেলছে ব্রাজিল। কোপা আমেরিকার আগে আরও একটি ম্যাচ রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। ক্যাসিমিরো তাই বলেন সুষ্ঠ ভাবে আগে ৮ তারিখের গুরুত্বপূর্ণ ম্যাচের পর ফুটবলাররা তাদের মতামত জানাবেন। অর্থাৎ কনমেবলের নতুন করে বিবৃতি দেওয়ার জন্য হাতে থাকবে মাত্র ৫ দিন।

ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর ব্রাজিল অধিনায়ক বলেন, "সবাই জানে ব্রাজিলের কোপা আমেরিকায় আমাদের অবস্থান। শুধু আমি বা ইউরোপে যারা খেলছে তারা নয়। কোচ টিটে সহ কেউই চায়না। আমরা সবাই একসাথে আছি।"

করোনা মহামারীর কারণে ২০২০ সালের কোপা আমেরিকা নিয়ে আসা হয় ২০২১-এ। প্রথম আয়োজক দেশ হিসেবে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে বেছে নেওয়া হলেও, রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে সহ আয়োজক দেশ থেকে বাদ দেওয়া হয় আগেই। এরপর টুর্নামেন্টের ১৩ দিন আগে করোনা সংক্রমণের কারণে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজনের কথা ঘোষণা করে কনমেবল। সম্মতি জানান ব্রাজিল প্রেসিডেন্ট জাইরে বলসোনারো।

কিন্তু তা নিয়ে একদমই খুশি নয় ব্রাজিলের আন্তর্জাতিক ফুটবল দল। লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলির চেয়ে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে ব্রাজিলেই। এখনও পর্যন্ত ৪.৬ লক্ষেরও অধিক মানুষ মারা গেছে দেশটিতে। তা সত্ত্বেও ব্রাজিলে টুর্নামেন্টের আয়োজন কিছুতেই মেনে নিতে পারছেনা ক্যাসিমিরো ব্রিগেড।

ইতিমধ্যেই ১৪ ই জুন থেকে ১০ ই জুলাই পর্যন্ত কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচী প্রকাশ করে দিয়েছে কনমেবল। এবার ব্রাজিল ফুটবল টিম টুর্নামেন্ট বয়কট করলে কনমেবল কী সিদ্ধান্ত নেয় তাই দেখার।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in