Copa America: ক্যাসিমিরোর শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল

৭৮ মিনিটে গন্ডগোলের কারণে নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। ১০০ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে ব্রাজিলকে জয় এনে দেন রিয়েল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ক্যাসিমিরো।
Copa America: ক্যাসিমিরোর শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ছবি সৌজন্যে কোপা আমেরিকার ট‍্যুইটার হ‍্যান্ডল

এগিয়ে থেকেও ব্রাজিলের কাছে আটকে গেলো কলম্বিয়া। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই ক্যাসিমিরোর গোলে বিজয়রথ অব্যাহত রাখলো ব্রাজিল। কোপা আমেরিকার গ্রুপ বি-এর অন্য ম্যাচে পেরু এবং ইকুয়েডর মাঠ ছাড়ে ২-২ গোলে ড্র নিয়ে।

রিও ডি জেনেরিওতে খেলা শুরুর ১০ মিনিটেই জুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত এই লীড ধরে রাখে কলম্বিয়া। ৭৮ মিনিটে রেনান লোদীর পাস থেকে ব্রাজিলকে সমতা এনে দেন রবার্টো ফিরমিনো। তবে এই সময় মাঠের মধ্যেই তর্ক জুড়ে দেন কলম্বিয়ান ফুটবলাররা। ওই গোলটির আগে বল বিল্ড আপের সময় ডি বক্সের সামনে রেফারির গায়ে লাগে। তবুও তিনি খেলা না থামিয়ে ম্যাচ চালু রাখেন। ওই বল থেকেই রেনান লোদীর পাসে গোল করে দেন ফিরমিনো। যা কিছুতেই মেনে নিতে পারেনি কলম্বিয়া।

৭৮ মিনিটে গন্ডগোলের কারণে নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। যেখানেই কপাল পুড়লো ওসপিনাদের। ১০০ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে ব্রাজিলকে জয় এনে দেন রিয়েল মাদ্রিদের তারকা মিডফিল্ডার ক্যাসিমিরো।

অন্য ম্যাচে প্রথমার্ধে ইকুয়েডর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমার্ধের ২৩ মিনিটে রেনাটো তাপিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইকুয়েডর। হাফ টাইমের আগে দামিয়ান দিয়াজের পাস থেকে এই ব্যবধান দ্বিগুণ করেন আইরটন প্রিসিয়াডো।

২-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফিরে পায় পেরু। ৪৯ মিনিটে ক্রিস্টিয়ান কুয়েভার বাড়ানো বল থেকে পেরুর হয়ে প্রথম গোলটি করেন জিয়ানলুকা লাপাডুলা। এর ঠিক পাঁচ মিনিট বাদেই লাপাডুলার পাস থেকে গোল করে পেরুকে সমতা এনে দেন আন্দ্রে কারিল্লো। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in