Copa America: প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার

Copa America: প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত আর্জেন্টিনার
ছবি সৌজন্যে কোপা আমেরিকার ট‍্যুইটার হ‍্যান্ডল

উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরেছিলো আর্জেন্টিনা। আজ প্যারাগুয়েকে হারিয়ে সেই জয়ের ধারা বজায় রাখলো লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে এই ম্যাচে একটি মাত্র জয়সূচক গোল করেন আলেজান্দ্রো পাপু গোমেজ। প্যারাগুয়ের বিপক্ষে জয়ের সাথে সাথেই পরের রাউন্ডে যাওয়ার টিকিট নিশ্চিত করে ফেলেছে মেসিরা। গ্রুপ এ-এর অন্য এক ম্যাচে উরুগুয়ে এবং চিলির ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে।

ম্যাচের শুরু থেকেই মেসি, ডি মারিয়া, পারাদেসরা চেপে ধরে প্যারাগুয়েকে। খেলা শুরুর দশ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় লিওনেল স্কালোনিরা। অ্যাঞ্জেল ডি মারিয়ার দুরন্ত পাস থেকে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন আলেজান্দ্রো পাপু গোমেজ। দশ মিনিটের এই গোলের লীডই শেষ পর্যন্ত ধরে রাখে স্কালোনির ছাত্ররা এবং এটিই আর্জেন্টিনার জয়সূচক গোল।

২০১৫ সালের পর চার বার দেখা হয়েছিলো আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের। এই চার বারের মধ্যে একবারও জিততে পারেনি আলবিসেলেস্তারা। তবে সেই খরা কাটলো আজ। অন্যদিকে এগিয়ে থেকেও আর্তুরো ভিদালের আত্মঘাতী গোলে কপাল পুড়লো চিলির। প্রথমার্ধের ২৬ মিনিটে বেন ব্রেরেটনের পাস থেকে গোল করে চিলিকে এগিয়ে দেন এডুয়ার্ডো ভারগাস। অঘটন ঘটে ম্যাচের ৬৬ মিনিটে। নিজেদের জালে বল জড়িয়ে আত্মঘাতী গোল করে বসেন আর্তুরো ভিদাল। যার ফলে সমতা ফিরে পায় উরুগুয়ে এবং শেষ পর্যন্ত এই ফলাফলই বজায় থাকে।

গ্রুপ এ-তে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা চিলির ৩ ম্যাচে সংগ্রহ ৫ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উরুগুয়ে। পঞ্চম স্থানে থাকা বলিভিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in