Copa America 2021: ১৩ জুন থেকে শুরু মহারণ, মেগা ফাইনাল ১০ জুলাই

করোনা মহামারীর কারণে স্থগিত রাখার পর অবশেষে ঘোষণা করা হল কোপা আমেরিকার ৪৭ তম সংস্করণের সময় সূচী। ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টটি প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে দুটি দেশে।
Copa America 2021: ১৩ জুন থেকে শুরু মহারণ, মেগা ফাইনাল ১০ জুলাই
ছবি সংগৃহীত

অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আমেরিকা তথা বিশ্বের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট 'কোপা আমেরিকা'। করোনা মহামারীর কারণে স্থগিত রাখার পর অবশেষে ঘোষণা করা হয়েছে কোপা আমেরিকার ৪৭ তম সংস্করণের সময় সূচী। এবার ইতিহাসের সবচেয়ে প্রাচীন মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টটি প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে দুটি দেশে। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানিয়েছে এবারের আয়োজক দেশ আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এই আসরটি ২০২১ সালের ১৩ ই জুন থেকে ১০ ই জুলাই পর্যন্ত এই দুই দেশে অনুষ্ঠিত হবে।

গতবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয় ব্রাজিলে। ২০১৯ এ নিজেদের ঘরেই শিরোপা রাখে ব্রাজিল। এবারের লড়াই ১০ টি দেশের মধ্যে। কোপা আমেরিকার তরফে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাইরের দলকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। করোনার প্রকোপে বিশ্ব জর্জরিত হওয়ার আগে অস্ট্রেলিয়া এবং কাতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেবল দক্ষিণ আমেরিকার দশটি দলই এবারের আসরে নামছে।

দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ' তে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, চিলি এবং প্যারাগুয়ে।

গ্রুপ 'বি' তে রয়েছে কলম্বিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনিজুয়েলা এবং পেরু। গ্রুপ 'এ'র ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাতে এবং গ্রুপ 'বি'র কলম্বিয়াতে।

এক নজরে টুর্নামেন্টের সময় সূচী :

রাউন্ড ১:

আর্জেন্টিনা বনাম চিলি, ১৩ ই জুন

প্যারাগুয়ে বনাম বলিভিয়া, ১৩ ই জুন

কলম্বিয়া বনাম ইকুয়েডর, ১৪ ই জুন

ব্রাজিল বনাম ভেনিজুয়েলা, ১৪ ই জুন

রাউন্ড ২:

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, ১৭ ই জুন

চিলি বনাম বলিভিয়া, ১৭ ই জুন

পেরু বনাম ব্রাজিল, ১৮ ই জুন

কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা, ১৮ ই জুন

রাউন্ড ৩:

আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে, ২০ ই জুন

উরুগুয়ে বনাম চিলি, ২০ ই জুন

ভেনিজুয়েলা বনাম ইকুয়েডর, ২১ শে জুন

কলম্বিয়া বনাম পেরু, ২১ শে জুন

রাউন্ড ৪:

বলিভিয়া বনাম উরুগুয়ে, ২৩ শে জুন

চিলি বনাম প্যারাগুয়ে, ২৩ শে জুন

কলম্বিয়া বনাম ব্রাজিলি, ২৪ শে জুন

ইকুয়েডর বনাম পেরু, ২৪ শে জুন

রাউন্ড ৫:

আর্জেন্টিনা বনাম বলিভিয়া, ২৭ শে জুন

উরুগুয়ে বনাম প্যারাগুয়ে, ২৭ শে জুন

ইকুয়েডর বনাম ব্রাজিল, ২৮ শে জুন

ভেনিজুয়েলা বনাম পেরু, ২৮ শে জুন

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২ রা এবং ৩ রা জুলাই। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ই এবং ৬ ই জুলাই। জুলাইয়ের ১০ তারিখ নির্ধারিত হবে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী। মেগাফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ই জুলাই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in