About us

পিএসবি মিডিয়ার বাঙলা নিউজ পোর্টাল পিপলস রিপোর্টারের পথচলা সাত বছর অতিক্রম করে গেছে। এখন আট বছর। পিএসবি মিডিয়া যদিও ২০১৯ সালে নথিবদ্ধ, কিন্তু পিপলস রিপোর্টার পথচলা শুরু করেছে ২০১৬ থেকে। আজ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে পিপলস রিপোর্টারের অনুরাগী, পাঠক ও শুভানুধ্যায়ী। তাঁরাই আমাদের প্রেরণা ও শক্তি। সত্য খবর পরিবেশনের মাশুল গুণতে হয়েছে আমাদের নানা সময়ে। প্রেস রেগুলেশন অ্যাক্ট নেই বটে। কিন্তু আনুগত্যহীন সত্য সংবাদ সবসময়েই কাউকে না কাউকে রুষ্ট করে। ফলে পিপলস রিপোর্টারকে থামানোর নানা চেষ্টা চলতেই থাকে। আমরা আরো উজ্জীবিত হয়ে উঠি।

খবরের নামে মিথ্যের ইন্দ্রজালে আপনাদের আচ্ছন্ন করে রাখার কোনও অসুস্থ চেষ্টা আমাদের নেই ও থাকবে না। নিশ্চিত থাকবেন, আমরা কোনও রাজনৈতিক দলের বা বহুজাতিক সংস্থার মুখপত্র নই। সত্য ও সঠিক সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য আমরা দায়বদ্ধ। নানা সমস্যার মধ্যে দিয়ে আমাদের পথচলা। তবু আমরা উচ্চশির এবং অন্যায়ের বিরুদ্ধে উচ্চকন্ঠ। পিপলস রিপোর্টারের খবরের রঙ হলুদ নয়, সাদা-কালো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনের চেষ্টা করবে পিপলস রিপোর্টার।

logo
People's Reporter
www.peoplesreporter.in