রানিগঞ্জের একটি বুথ
রানিগঞ্জের একটি বুথছবি CEO West Bengal-এর ট্যুইটার থেকে সংগৃহীত

WB Election 7th Phase Voting Live: করোনার বাড়বাড়ন্তের মধ্যেই চলছে সপ্তম দফার ভোট

শ্লীলতাহানির অভিযোগে রাসবিহারীর বিজেপি প্রার্থীর এজেন্ট আটক

বুথের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠলো রাসবিহারীর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরেই তাঁকে আটক করে নিউ আলিপুর থানার পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থীর এজেন্ট মোহন রাও। পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে বিজেপির অভিযোগ।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়লো ৩৭.৩২%

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ৮২ ও ৮৩ নম্বর বুথে ভোটারদের দীর্ঘ লাইন
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ৮২ ও ৮৩ নম্বর বুথে ভোটারদের দীর্ঘ লাইনছবি CEO West Bengal-এর ট্যুইটার থেকে সংগৃহীত

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়লো ৩৭.৩২%।

এর মধ্যে কলকাতার ৪টি কেন্দ্রে ভোট পড়েছে ২৩.৮৮%। দক্ষিণ দিনাজপুরে ৩৯.৭০%, মালদায় ৩৯.৯৬%, মুর্শিদাবাদে ৪২.৪১% এবং পশ্চিম বর্ধমানে ৩৪.৪০%।

গাজোলে BJP প্রার্থীর বিরুদ্ধে ভোটের লাইনে দাঁড়িয়ে প্রচার করার অভিযোগ TMC-র

গাজোলের BJP প্রার্থী চিন্ময় দেববর্মণ
গাজোলের BJP প্রার্থী চিন্ময় দেববর্মণছবি সংগৃহীত

ভোটের লাইনে দাঁড়িয়ে প্রচার করার অভিযোগ উঠলো গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এ দিন সকালে গাজল বিধানসভা কেন্দ্রের ২১১ নম্বর বুথ রামচন্দ্র সাহা হাইস্কুলে সপরিবারে ভোট দিতে যান বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মণ।

তৃণমূলের অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে ভোটারদের হাতজোড় করে তাঁকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। এই ঘটনায় আপত্তি জানায় তৃণমূল। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই-দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা বেঁধে যায়। তৃণমূলের দাবি, ভোটের লাইনে দাঁড়িয়েও বিজেপি প্রার্থী প্রচার করছিলেন। উত্তেজিত তৃণমূল সমর্থকেরা বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরে আনেন বিষয়টি। বাহিনী গিয়ে তাঁকে নিরস্ত করে। যদিও ভোটের লাইনে দাঁড়িয়ে প্রচারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মণ।

সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়লো ১৭.৯৫%

নির্বাচন কমিশনের ভোটার টার্ন আউট অ্যাপ অনুসারে সকাল সাড়ে দশটা পর্যন্ত রাজ্যে ভোট পড়লো ১৭.৯৫%।

এর মধ্যে কলকাতার ৪টি কেন্দ্রে ভোট পড়েছে ১৩.০৭%। দক্ষিণ দিনাজপুরে ১৮.৭৭%, মালদায় ১৮.৮৭%, মুর্শিদাবাদে ১৯.৫৩% এবং পশ্চিম বর্ধমানে ১৭.২৪%।

জামুড়িয়ায় বুথে ঢুকতে না দেবার অভিযোগ সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষের

জামুড়িয়া কেন্দ্রের একটি বুথে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে দেয়নি। অভিযোগ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঐশী ঘোষের। তাঁর মূল অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।

‘হামলা হয়নি’, রানিনগরে BJP প্রার্থীর অভিযোগ ওড়ালো কমিশন

মুর্শিদাবাদের রানিনগরে BJP প্রার্থীর ওপর কোনো হামলা হয়নি বলে জানালো নির্বাচন কমিশন। এর আগে সেনপাড়ায় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘন্টাখানেক তাঁকে আটকে রাখন বলেও অভিযোগ করেন তিনি।

সুতিতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো। স্থানীয়দের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী তাঁদের ওপর জোর করছে। তাঁদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই চলছে সপ্তম দফার ভোট

রাজ‍্যে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ। করোনা পরিস্থিতিতে চূড়ান্ত সতর্কতার সাথে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই দফায় পাঁচ জেলার ৩৪ কেন্দ্রে চলছে ভোট। ৩৬ কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও সামশেরগঞ্জ এবং জঙ্গীপুর কেন্দ্রে দুই প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়েছে।

বুথের মধ্যে করোনা-বিধি কঠোরভাবে মানার ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন। ভোটিং লাইনে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা, ভোটারদের মাস্ক-গ্লাভস ব্যবহার করা বাধ্যতামূলক করেছে কমিশন।

কমিশন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ নির্বাচন করতে ৩৪টি কেন্দ্রে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বুথের নিরাপত্তাতেই থাকছে ৬৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পাঁচ জেলার যে যে কেন্দ্রে ভোট চলছে সেগুলো হলো -

পশ্চিম বর্ধমান: পান্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম, রাণীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ ও উত্তর, কুলটি এবং বারাবনী।

কলকাতা: কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জ।

মুর্শিদাবাদ: সুতি, রঘুনাথগঞ্জ, ফারাক্কা, সাগরদীঘি, লালগোলা, ভগবানগোলা, রাণীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।

মালদা: হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, রতুয়া এবং মালতীপুর।

দক্ষিণ দিনাজপুর: কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in