WB Election 2021: মমতাকে সমর্থন শিবসেনার

বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি, আরজেডির পর শিবসেনাও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে সমর্থন জানিয়েছে।
শিবসেনা প্রধান উদ্ধব ঠাক্রে ও মমতা বন্দ্যোপাধ্যায়
শিবসেনা প্রধান উদ্ধব ঠাক্রে ও মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি- সংগৃহীত

নয়াদিল্লি, ৫ মার্চ: বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি, আরজেডির পর শিবসেনাও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে সমর্থন জানিয়েছে।যদিও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মতে- এরা কেউই 'তৃণমূলের আতঙ্ক'-এর মুখোমুখী হয়নি বলে এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গে এইসব রাজনৈতিক দলে কোনও ভূমিকাই নেই।

অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর মতে, রাজ্যে কংগ্রেস-বাম জোটের কোনও ক্ষমতাই নেই বিজেপিকে আটকানোর। আবার কিছু কংগ্রেস নেতার মতে, এর পিছনে কোনও ইঙ্গিত রয়েছে। এক বরিষ্ঠ কংগ্রেস নেতার মতে, 'যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিজেপিকে হারাতে সক্ষম হয়, এবং আমরা যদি অসম-কেরলের মতো রাজ্যে ভোটে খারাপ ফল করি..তাহলে কোনও তৃতীয় রাজনৈতিক দলকে আহ্বান জানানো হবে বিজেপিকে চাপে ফেলার জন্য।' কংগ্রেসের অন্দরে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে যে, জাতীয় পর্যায়ে বিজেপিকে হারাতে বিরোধী দল হিসেবে কংগ্রেস নেতৃত্বের কোনও মুখই নেই।

বৃহস্পতিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন- 'এখন পশ্চিমবঙ্গে দিদি বনাম সবাই যুদ্ধ চলছে। টাকা, পেশিশক্তি এবং মিডিয়াকে মমতা দিদির বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। যদিও এই পরিস্থিতিতে শিবসেনা রাজ্যের নির্বাচনে কোনও প্রার্থী দেয়নি। বরং দিদির পাশে দাঁড়িয়ে আসন্ন নির্বাচনে দিদিকে সমর্থন জানাচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in