WB Election 21: বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন নিয়ে ১১ মার্চ কলকাতায় সংযুক্ত কৃষক মোর্চা

আগামী ১১ মার্চ সংযুক্ত কিষান মোর্চা কলকাতা পৌঁছবে, ১৪ মার্চ পর্যন্ত চলবে তাদের কর্মসূচি।
কৃষক আন্দোলনের সমর্থনে কলকাতায় অবস্থান কর্মসূচীতে ডঃ অশোক ধাওয়ালে
কৃষক আন্দোলনের সমর্থনে কলকাতায় অবস্থান কর্মসূচীতে ডঃ অশোক ধাওয়ালেফাইল ছবি এআইকেএস ফেসবুক পেজ থেকে সংগৃহীত

৬ মার্চ, কলকাতা- কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা যে আন্দোলন শুরু করেছেন, তার আঁচ ছড়িয়ে দিতে গোটা দেশে বিভিন্ন কর্মসূচি করতে চলেছেন তাঁরা। আগামী ১১ মার্চ সংযুক্ত কিষান মোর্চা কলকাতা পৌঁছবে, ১৪ মার্চ পর্যন্ত চলবে তাদের কর্মসূচি। উপস্থিত থাকবেন হান্নান মোল্লা, যোগেন্দ্র যাদব, বলবীর সিং রাজেওাল, গুরনাম সিং চাডুনি, দর্শন পাল, রাজারাম সিং, রাকেশ টিকাইত, জুধবীর সিং।

১১ মার্চ রাতে- দিল্লি আন্দোলনের কৃষক নেতৃত্ব কোলকাতা পৌছবেন, থাকবেন বড়বাজার গুরুদ্বারা/গেস্টহাউসে

১২ মার্চ, ১২.৩০- কোলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স

১২ মার্চ, ২.১৫- গান্ধী মূর্তি (প্রেস ক্লাব পাশে) - কৃষক দূতদের হাতে বাংলার কৃষকদের উদ্দেশ্যে দেশের কৃষকদের চিঠি তুলে দেবেন নেতৃত্ব

১২ মার্চ, ২.৩০ - ৩.০০- ট্রাক্টর/গাড়ি মিছিল করে কৃষক দূতদের সঙ্গে নেতৃত্ব রামলীলা পার্ক পৌছবেন

১২ মার্চ, ৩.০০ - ৫.০০ - রামলীলা পার্কে পশ্চিমনবঙ্গ কৃষক-মজুর মহাপঞ্চায়েত

১২ মার্চ, ৬.৩০ - ৭.৩০ - খালসা স্কুলের মাঠে নেতৃত্বের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক

১২ মার্চ, ৮.৩০ - হলদিয়ার উদ্দেশ্যে রওনা ও রাত্রিবাস

১৩ মার্চ, ১১.০০ - ১.০০ - নন্দীগ্রাম কৃষক-মজুর মহাপঞ্চায়েত

১৩ মার্চ, ৪.০০ - ৬.০০ - কোলকাতা কৃষক-মজুর মহাপঞ্চায়েত (শহীদমিনার বা অন্য বড় সভাস্থল)

১৪ মার্চ, ১১.০০ - ১.০০ - সিঙ্গুর কৃষক-মজুর মহাপঞ্চায়েত

১৪ মার্চ, ৪.০০ - ৬.০০ - আসানসোল কৃষক-মজুর মহাপঞ্চায়েত

১৫ মার্চ - কোলকাতা ফেরত ও দিল্লির উদ্দ্যেশে রওনা

মূলত যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সেইসব রাজ্যে সংযুক্ত কৃষক মোর্চার নেতৃত্ব যাবেন বলে স্থির করেছেন। সেই সব রাজ্যে গিয়ে কৃষক "বিরোধী বিজেপি"কে ভোট না দেওয়ার আবেদন জানাবেন তাঁরা। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থনের আবেদন তাঁরা করবেন না। পশ্চিমবঙ্গের মতো কেরালাতেও যাবে সংযুক্ত কৃষক মোর্চা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in