World Football: লিভারপুল, আর্সেনালের জয়, সাউদাম্পটনের সঙ্গে ড্র ম্যান সিটির- এক নজরে বিশ্ব ফুটবল

সাউদাম্পটনের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিতে পারেনি ম্যান সিটি। ম্যাচ শেষ করেছে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে। অন্যদিকে বুন্দেশলিগায় বুখমের বিরুদ্ধে ৭-০ গোলে বড় জয় পেলো জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
মহম্মদ সালহা
মহম্মদ সালহাছবি লিভারপুল এসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের জয়ের রাতে সাউদাম্পটনের কাছে আটকে গেলো গার্দিওলার ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে এদিন ৩-০ গোলে হারিয়ে বড় জয় তুলে নিলো ক্লপের লিভারপুল। সেইসঙ্গে অল রেডসরা পৌঁছে গেলো লীগ টেবিলের শীর্ষে। এদিন ইপিএলে টানা দ্বিতীয় জয় পেলো আর্সেনালও। মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে বার্নলিকে হারিয়েছে গানার্সরা। তবে সাউদাম্পটনের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে নিতে পারেনি ম্যান সিটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচ শেষ করেছে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে। অন্যদিকে বুন্দেশলিগায় বুখমের বিরুদ্ধে ৭-০ গোলে বড় জয় পেলো জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

অ্যানফিল্ডে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রথমার্ধের ৪৩ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। সেনেগাল তারকা সাদিও মানে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় জর্ডান হেন্ডারসনরা। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের পাশ থেকে গোল করেন মহম্মদ সালহা। ৮৯ মিনিটে নেবি কেইতা লিভারপুলের হয়ে তৃতীয় তথা শেষ গোলটি করেন।

মরশুমের শুরুটা ভালো না হলেও টানা দু ম্যাচ জিতে ছন্দে ফিরেছে আর্সেনাল। বার্নলিকে মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে তারা। তবে এদিন সাউদাম্পটনের কাছে পয়েন্ট খোয়ালো গার্দিওলারা। নিজেদের ঘরের মাঠ এতিহাদে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সিটিজেনদের।

বুন্দেশলিগায় বুখমকে গোল বন্যায় ভাসালো জার্মান জায়ান্ট বায়ার্নমিউনিখ। ৭-০ গোলে বড় জয় পেয়েছে জুলিয়ান নাগালসম্যানেরা। এই ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। বাকি ৩ টি গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। বায়ার্নের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন জশুয়া কিমিচ এবং একটি করে গোল করেন যথাক্রমে লেরয় সানে, সার্জ জিনাব্রি, রবার্ট লেভনডস্কি এবং এরিক ম্যাক্সিম চৌপো-মন্টিং।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in