UCL: লেভনডস্কির হ্যাটট্রিক! সালজবুর্গকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, পরের রাউন্ডে লিভারপুলও

লেভনডস্কির হ্যাটট্রিক এবং টমাস মূলারের জোড়া গোলে সালজবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে লিভারপুলকে হারিয়েও কোয়ার্টারে যাওয়া হলো না ইন্টার মিলানের।
রবার্ট লেভনডস্কি
রবার্ট লেভনডস্কিছবি বায়ার্ন মিউনিখ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

রবার্ট লেভনডস্কির অনবদ্য হ্যাটট্রিক এবং টমাস মূলারের জোড়া গোলে সালজবুর্গকে খড় কুটোর মতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো বায়ার্ন মিউনিখ। অন্যদিকে লউটারো মার্টিনেজের একমাত্র গোলে অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়েও কোয়ার্টারে যাওয়া হলো না ইন্টার মিলানের। অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে শেষ আটে পৌঁছে গিয়েছে য়ুর্গেন ক্লপরা।

শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্নকে না জিততে দিয়ে বেশ চমক দেখিয়েছিলো অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ। দ্বিতীয় ম্যাচেও যে অঘটন ঘটতে পারে না এমনটা কার্যত কেউই ভাবেননি। তবে দ্বিতীয় লেগে বায়ার্ন নিজেদের ঘরের মাঠে পাত্তাই দিলনো সালজবুর্গকে। ৭-১ গোলের বন্যায় ভাসিয়ে জয় তুলে নিয়েছে বাভেরিয়ানরা।

সালজবুর্গের বিপক্ষে এদিন ম্যাচের ২৩ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন বায়ার্নের পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কি। ১২ ও ২১ মিনিটে পেনাল্টি থেকে এবং ২৩ মিনিটে অনবদ্য এক গোলে বায়ার্নকে ৩-০ গোলে শুরুতেই এগিয়ে দেন লেভা। ৩১ মিনিটের মাথায় কিংসলে কোম্যানের পাস থেকে গোল করেন সার্জ জিনাব্রি। প্রথমার্ধের শেষে ৪-০ গোলে এগিয়ে থাকে জার্মান জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধেও বায়ার্নের গোল উৎসব জারি থাকে। ৫৪ মিনিটে এবং ৮৩ মিনিটে লেরয় সানের পাস থেকে জোড়া গোল করেন অভিজ্ঞ টমাস মূলার। আর ষষ্ঠ গোলের ঠিক ২ মিনিট বাদেই সালজবুর্গের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন লেরয় সানে।

অন্যদিকে লিভারপুলের ঘরের মাঠে এসে জয় অর্জন করেও শেষ আটে জায়গা হলো না ইন্টার মিলানের। ৬১ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পাস থেকে গোল করে ইন্টারকে এগিয়ে দেন লউটারো মার্টিনেজ। তবে এই গোলের ঠিক দু মিনিট বাদেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সানচেজকে। এরপর দশ জনের ইন্টার মরিয়া চেষ্টা করলেও আর দ্বিতীয় গোলের দেখা পায়নি। প্রথম লেগে সান সিরোতে ২-০ গোলে জিতেছিলো লিভারপুল। যার সৌজন্যেই ২-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে অল রেডসরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in