UCL: চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড, নক আউটে পৌঁছানোর জন্য কোন দলের সমীকরণ কেমন?

মঙ্গলবার এবং বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড। ইতিমধ্যেই শেষ ষোলতে পৌঁছে গিয়েছে ১১ টি দল। শেষ রাউন্ড থেকে ৫ টি দল জায়গা করে নেবে নক আউট পর্বে।
UCL: চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড, নক আউটে পৌঁছানোর জন্য কোন দলের সমীকরণ কেমন?
ফাইল ছবি সংগৃহীত

মঙ্গলবার এবং বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড। ইতিমধ্যেই শেষ ষোলতে পৌঁছে গিয়েছে ১১ টি দল। শেষ রাউন্ড থেকে ৫ টি দল জায়গা করে নেবে নক আউট পর্বে। দেখে নেওয়া যাক নক আউটে পৌঁছানোর জন্য কোন দলের সমীকরণ কেমন-

যে দল গুলো পৌঁছে গিয়েছে শেষ ১৬ তে: চেলসি, ম্যান সিটি, লিভারপুল, রিয়েল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, অ্যাজাক্স, ইন্টার মিলান, পিএসজি, ম্যান ইউনাইটেড, স্পোর্টিং লিসবন এবং জুভেন্তাস।

শেষ ১৬ থেকে ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে যারা: বুরুশিয়া ডর্টমুন্ড, মালমো, বেসিকতাস, শেরিফ তিরাসপোল, জেনিত সেন্ট পিটার্সবার্গ, লাইপজিগ, ইয়ং বয়েজ, ডায়নামো কিয়েভ, শাখতার দোনেৎস্ক, ক্লাব ব্রুজ।

কোন গ্রুপের কি সমীকরণ-

১. গ্রুপ এ: গ্রুপ এ-থেকে নিশ্চিতভাবে ম্যান সিটি চ্যাম্পিয়ন এবং পিএসজি রানার আপ হয়ে শেষ ষোলতে পা রাখছে।

২. গ্রুপ বি: গ্রুপ বি থেকে একমাত্র দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। শেষ রাউন্ডে রানার আপ হওয়ার জন্য লড়াই করবে তিন দল। পোর্তো যদি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায় তবে তারাই পৌঁছে যাবে নক আউটে। অন্যদিকে পোর্তো হারলে এবং মিলান লিভারপুলের কাছে হারলে পৌঁছে যাবে অ্যাটলেটিকো। মিলানের শেষ ষোলতে যাওয়ার জন্য মিলানের জয়ের বিকল্প নেই।

৩. গ্রুপ সি: এই গ্রুপ থেকে ইতিমধ্যেই দুই দল নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন অ্যাজাক্স এবং রানার আপ স্পোর্টিং লিসবন।

৪. গ্রুপ ডি: এই গ্রুপ থেকে রিয়েল মাদ্রিদ এবং ইন্টার মিলান পৌঁছে গিয়েছে পরের রাউন্ডে। শেষ ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ।

৫. গ্রুপ ই: এই গ্রুপ থেকে নক আউট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। তবে শেষ ম্যাচে নির্ভর করছে বার্সেলোনার ভাগ্য। বায়ার্ন মিউনিখ বনাম বার্সার ম্যাচে বার্সেলোনা জিতলে তারা পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে হারলে বা ড্র করলে বেনফিকা বনাম ডায়নামো কিয়েভ ম্যাচের ওপর ঝুলে থাকবে জাভিদের ভাগ্য।

৬. গ্রুপ এফ: এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়েলকে আটলান্টা হারালে ইতালিয়ান ক্লাবটি পৌঁছে যাবে নক আউটে। অন্যদিকে ভিয়ারিয়েল ড্র করলেই নক আউট নিশ্চিত করবে।

৭. গ্রুপ জি: এই গ্রুপের চার দল লিল, সালজবুর্গ, সেভিয়া ও ভলফসবুর্গের ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের উপর।

৮. গ্রুপ এইচ: চেলসি এবং জুভেন্তাস নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে চ্যাম্পিয়নস এবং রানার নিশ্চিত হবে দুই দলের মধ্যে।

UCL: চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের শেষ রাউন্ড, নক আউটে পৌঁছানোর জন্য কোন দলের সমীকরণ কেমন?
EPL: জয় দিয়েই ম্যান ইউ-র হয়ে যাত্রা শুরু রালফ রায়নিকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in